ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪৮
- Update Time : ০৬:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৭৪ Time View
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত এক সপ্তাহের টানা ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপিবি জানিয়েছে, পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারীরা নতুন করে আরও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছেন। এখন পর্যন্ত ৫০০-র বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো বলেন, অনেক এলাকা এখনো উদ্ধারকর্মীদের নাগালের বাইরে রয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিম সুমাত্রায় ৭৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং মোট ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে উত্তর সুমাত্রায় ১১৬ জন এবং আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আলজাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কয়েক দিনের টানা বর্ষণে তিন দেশে মোট প্রায় ৪০০ জন মারা গেছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে ১৪৫ জন মারা গেছেন এবং ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় দুজন মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণে নদীগুলো উপচে পড়ে সুমাত্রার পার্বত্য অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে অনেক ঘরবাড়ি, সেতু ও সড়ক ভেসে গেছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
উত্তর সুমাত্রার সেন্ট্রাল তাপানুলি জেলা এবং আশপাশের এলাকায় এখনো বিমানযোগে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। অনেক এলাকায় এখনো হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































