ইনস্টাগ্রামে নিজের আয়ের তথ্যকে মিথ্যা বললেন কোহলি

- Update Time : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১২৮ Time View
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করে থাকে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচকিউ। সেখানে দেখা যায় ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার ভারতের বিরাট কোহলি। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ১৩ লাখ ৮৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ১৪ লাখ টাকা আয় করেন ভারতীয় এই ব্যাটার।
তবে এই তথ্যকে মিথ্যা দাবি করেছেন কোহলি। শিডিউলিং টুলটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয়ের তালিকায় সব মিলিয়ে কোহলির অবস্থান বিশ্বে ১৪তম। সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো, দুইয়ে লিওনেল মেসি। ক্রীড়াবিদদের মধ্যে রোনালদো-মেসির পরেই আছেন কোহলি। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় কোহলির অনুসারীর সংখ্যা ২৫ কোটি ৬০ লাখের কাছাকাছি।
ইনস্টাগ্রাম থেকে তার আয়ের যে খবর বেরিয়েছে, তা মিথ্যা। শনিবার (১২ আগস্ট) টুইটারে কোহলি লিখেছেন, ‘জীবনে যা কিছু পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ ও ঋণী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমার আয়ের যে খবরগুলো ঘুরপাক খাচ্ছে, সেসব সত্যি নয়।’