ব্রেকিং নিউজঃ
ইনজেকশন নিলে কি অজু ভেঙে যাবে?

নওরোজ ইসলামিক ডেস্ক
- Update Time : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৯৪ Time View
বাইরে থেকে কোনো খাবার বা ঔষধ শরীরে ঢুকলে যেহেতু অজু ভাঙে না, তাই ইনজেকশন নিলেও অজু ভাঙবে না।
ইনজেকশন নিলে সাধারণত শরীর থেকে যে সামান্য পরিমাণ রক্ত বের হয়, এইটুক রক্ত বের হলেও রোযা ভাঙে না।
ইসলামি আইন বিশারদদের মতে শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণ গড়িয়ে পড়ার মতো বেশি না হলে অজু ভাঙে না।
তবে যদি ইনজেকশন দিয়ে গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত বের করা হয়, অথবা ইনজেকশনের সূচের ক্ষত থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে।
ফতোয়ায়ে হিন্দিয়াতে বলা হয়েছে, ‘ছারপোকা বা মশা জাতীয় কীট-পতঙ্গ রক্ত খেলে অজু ভাঙবে না। কিন্তু জোঁকের মতো প্রচুর রক্ত চুষতে পারে এ রকম কোনো প্রাণী রক্ত গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত খেলে অজু ভেঙে যাবে।’
ইনজেকশন দিয়ে রক্ত বের করার ক্ষেত্রেও এই মানদণ্ড মনে রাখতে হবে।