ইতিহাস গড়লেন বাংলাদেশের মিথিলা
- Update Time : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৪৭ Time View
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চরম উত্তেজনায় এবার চোখ ধাঁধানো সাফল্যের গল্প লিখলেন বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে অভিষেকের মঞ্চেই টপ থার্টিতে জায়গা করে নেওয়া এই অর্জন শুধু মিথিলার ব্যক্তিগত পরিশ্রমের ফলের পাশাপাশি বাংলাদেশের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার উজ্জ্বল বার্তা বহন করছে।
বাংলাদেশি দর্শকরা মিথিলার এই সাফল্যে গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে, যা প্রমাণ করে দেশের মানুষের জন্য এই অর্জন কতটা বড় অনুপ্রেরণা। মিথিলার আত্মবিশ্বাস, দক্ষতা এবং মাধুর্য আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় আমাদের দেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে বাংলাদেশি প্রতিনিধির আত্মপ্রকাশ যে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, তা এবার পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। মিথিলার এই যাত্রা আগামীতে আরও বড় স্বপ্ন দেখার পথ খুলে দেবে নতুন প্রজন্মের জন্য।
এদিকে পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করলেও মিথিলা আবারও সুইমসুট রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স করে সেরা ৩০-এ জায়গা নিশ্চিত করেন। তবে পিপলস চয়েস ভোটে যদি তিনি শীর্ষে থাকতে পারতেন তাহলে সরাসরি সেরা ৩০ এ চলে যেতে পারতেন।
এ ছাড়া ন্যাশনাল কস্টিউম ও গাউন রাউন্ডে তার উপস্থিতি দর্শকদের মন জয় করলেও সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছিলেন মিস ভেনেজুয়েলার অপ্রীতিকর আচরণকে গ্রেসফুলি সামলানোর ক্ষমতার জন্য।
তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জিতেছেন। এ ছাড়া ২০২০ সালে একই খেতাব অর্জন করেছিলেন তিনি কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। তবে এবার পুনরায় স্বপ্নের বিশ্বমঞ্চে ফিরে এসে সেরা ৩০ এ নিজের অবস্থান করে তিনি নতুন ইতিহাস গড়লেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়









































































































































































































