ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা
- Update Time : ১২:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১০৩ Time View
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আইইবি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউন্সিল মিটিং ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচকবৃন্দ বিস্তৃত আলোচনা করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. প্রকৌশলী মো. নুরুল হকের সভাপতিত্বে এবং ময়মনসিংহ কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহা. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহ-সভাপতি প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। এছাড়াও অনুষ্ঠানে এইচআরডি’র সহ-সভাপতি প্রকৌশলী শেখ আল আমিন, সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ারের সহ-সভাপতি প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এডমিন অ্যান্ড ফিনান্সের সহ-সভাপতি প্রকৌশলী এটিএম তানবীর উল, সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ারের এইচএজিএস প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, এডমিন অ্যান্ড ফিনান্সের এইচএজিএস প্রকৌশলী মো. আহসানুল রাসেলসহ বিভিন্ন বিভাগের আরও প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খান মঞ্জুর মোর্শেদ বলেন, “প্রকৌশলীরা এই বাংলাদেশসহ বিশ্বকে আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দেশের উন্নয়নে অবদান রাখেন। প্রকৌশলী সমাজকে আরও গতিশীল করা, কর্মক্ষেত্রে পদোন্নতি বঞ্চিতসহ বিভিন্ন সমস্যা নিয়ে আজ আলোচনা করা হয়েছে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































