ইজতেমা ময়দানে গরম পানিতে ঝলসে গেলেন মুসল্লি

- Update Time : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৬ Time View
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইজতেমার ৪ নং গেটের ভিতরে চায়ের কেটলির গরম পানি পড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত মুসল্লির নাম জুয়েল (২৫), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার আলিদা বাগান গ্রামের আমজাদ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের মধ্যে বাড়ি ফেরার তাড়াহুড়ো দেখা দেয়। এই সময় অব্যবস্থাপনায় রাখা গরম পানির পাত্রটি আহত মুসল্লির ডান পায়ে পড়ে, যার ফলে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিলা বিন সিরাজ জানান, গরম পানিতে ঝলসে যাওয়া রোগীটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোনাজাত শেষে মুসল্লিরা তাড়াহুড়া করে ময়দান ত্যাগ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাটি ঘটে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।