ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিভার্সিটি সাচ লাইক কিন্ডারগার্টেন, নাথিং এলস : ছাত্রশিবির সেক্রেটারি

মাভাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৯৯ Time View

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা প্রদান করতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে এক নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওনাজুল হক এবং টাঙ্গাইল শহর শিবিরের সাবেক সভাপতি আহসান হাবিব মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ইউনিভার্সিটি সাচ লাইক কিন্ডারগার্টেন, নাথিং এল্‌স। এখানে একজন শিক্ষকই পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করেন—প্রশ্ন করবেন তিনি, ক্লাস নেবেন তিনি, খাতা দেখবেন তিনি, রেজাল্টও তিনি দেবেন। ওয়ান ম্যান আর্মি! সেই আর্মিকে সন্তুষ্ট করতে পারলেই রেজাল্ট ভালো হবে।”

তিনি আরও বলেন, “ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়লে পরিস্থিতি হতো কঠিন। প্রশ্ন করেন একজন, খাতা দেখেন আরেকজন, রেজাল্ট করেন অন্য কেউ, আবার রিভিউ করেন ভিন্নজন—ফলে ভালো ফল করা কঠিন হয়ে যায়। কিন্তু এখানে কঠোর পরিশ্রম করলে ভালো ফল করা সম্ভব। এটাই আপনাদের সৌভাগ্য।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য নির্ধারণ ও শিক্ষকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ইউনিভার্সিটি সাচ লাইক কিন্ডারগার্টেন, নাথিং এলস : ছাত্রশিবির সেক্রেটারি

মাভাবিপ্রবি প্রতিনিধি
Update Time : ১১:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা প্রদান করতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে এক নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওনাজুল হক এবং টাঙ্গাইল শহর শিবিরের সাবেক সভাপতি আহসান হাবিব মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ইউনিভার্সিটি সাচ লাইক কিন্ডারগার্টেন, নাথিং এল্‌স। এখানে একজন শিক্ষকই পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করেন—প্রশ্ন করবেন তিনি, ক্লাস নেবেন তিনি, খাতা দেখবেন তিনি, রেজাল্টও তিনি দেবেন। ওয়ান ম্যান আর্মি! সেই আর্মিকে সন্তুষ্ট করতে পারলেই রেজাল্ট ভালো হবে।”

তিনি আরও বলেন, “ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়লে পরিস্থিতি হতো কঠিন। প্রশ্ন করেন একজন, খাতা দেখেন আরেকজন, রেজাল্ট করেন অন্য কেউ, আবার রিভিউ করেন ভিন্নজন—ফলে ভালো ফল করা কঠিন হয়ে যায়। কিন্তু এখানে কঠোর পরিশ্রম করলে ভালো ফল করা সম্ভব। এটাই আপনাদের সৌভাগ্য।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য নির্ধারণ ও শিক্ষকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।