ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন
- Update Time : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ২৭ Time View
ভিডিওর জগতে মান উন্নত করার দৌড়ে এবার নতুন এক অধ্যায় যুক্ত করেছে ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মে এবার যুক্ত হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘সুপার রেজোলিউশন’। এটি স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের বা ঝাপসা ভিডিওর মান উন্নত করতে সক্ষম।
ইউটিউব জানায়, এই ফিচারটি এআই প্রযুক্তির মাধ্যমে পুরোনো বা কম রেজুলিউশনের ভিডিওগুলোকে নতুনভাবে প্রক্রিয়াজাত করে আরও স্পষ্ট ও পরিষ্কার করে তোলে। ফলে ব্যবহারকারীদের আর আগের ভিডিওগুলো পুনরায় আপলোড করার প্রয়োজন পড়বে না।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বর্তমানে ১০৮০পি’র নিচের রেজুলিউশনের ভিডিওগুলো উন্নত করার কাজ শুরু করেছি, যাতে সেগুলোকে এইচডি মানে উন্নীত করা যায়।’
প্রযুক্তিবিদদের ভাষায়, এই ফিচারটি ইউটিউবের সর্বাধুনিক এআই টুলগুলোর একটি, যার মূল উদ্দেশ্য ভিডিওর চিত্র আরও স্বচ্ছ করে তোলা এবং দর্শকদের জন্য উন্নত অভিজ্ঞতা তৈরি করা।
একটি রিপোর্ট অনুযায়ী, ‘সুপার রেজুলিউশন’ ফিচারটি ১০৮০পি’র নিচের ভিডিওগুলোকে এমনভাবে উন্নত করতে পারে, যাতে তা প্রায় 4k মানের কাছাকাছি পৌঁছে যায়। তবে আপাতত ইউটিউব এই ফিচারে 4k নয়, এইচডি সাপোর্টই দিচ্ছে। ব্যবহারকারী চাইলে নিজে থেকেই ফিচারটি চালু (enable) করতে পারবেন, যাতে নিজের কনটেন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে।
ইউটিউবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে 4k সাপোর্টও যোগ করা হবে। উন্নত করা ভিডিওগুলোকে ‘সুপার রেজুলিউশন’ লেবেলসহ সেটিংস মেনুতে দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন কোন ভিডিওগুলো আপগ্রেড করা হয়েছে।









































































































































































































