ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

ইউটিউবে এআই টুল যুক্ত করল গুগল

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৪:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ৮৮ Time View

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মও এটি। বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করছেন হাজার হাজার ডলার।

নিজেদের সব অ্যাপে এআই যুক্ত করলেও এতদিন পর্যন্ত ইউটিউবকে এর বাইরে রেখেছিল গুগল। এবার সেই অপেক্ষার অবসান হলো। ইউটিউবে চালু হলো এআই অটো ডাবিং টুল। শিগগিরই সব ব্যবহারকারী টুলটির সুবিধা নিতে পারবেন।

দেড় বছর আগে ইউটিউবে এই টুল আনার ঘোষণা গিয়েছিল গুগল। তবে তা বাস্তবায়ন হতে বেশ সময় লেগে গেল সংস্থাটির। এই এআই অটো ডাবিং টুল ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটররা এখন তাদের ইংরেজি ভাষার ভিডিও ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ বা স্প্যানিশ ভাষায় ডাব করতে পারবেন নিমিষেই।

এভাবে অন্যান্য ভাষার ভিডিওতেও ইংরেজি ডাবিং করা যাবে। প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয়। ব্যবহারকারীকে সিলেক্ট করতে হবে না। ভিডিও লাইভ হওয়ার আগে নির্মাতারা তাদের পূর্বরূপ দেখে নিতে পারবেন। ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজেস’ বিভাগে এই ডাব করা ভিডিও দেখা যাবে এবং ‘অটো ডাবড’ লেবেল যুক্ত থাকবে।

তবে, ইউটিউব কেবল লোকজনের কথাবার্তার ওপর টুলটি ডাবিং করার নমুনা শেয়ার করেছে। দ্রুত বলা কথাবার্তা বা একাধিক ব্যক্তির একসঙ্গে কথা বলার ক্ষেত্রে এই এআই ডাবিং টুল সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, ইউটিউব জানিয়েছে, এখনো এই টুলটি পুরোপুরি তৈরি হয়নি। ধীরে ধীরে এই এআই টুল আরও উন্নত করা হবে বলে জানিয়েছে গুগল। একইসঙ্গে এর ব্যবহারও আরও সহজ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ইউটিউবে এআই টুল যুক্ত করল গুগল

নওরোজ ডেস্ক
Update Time : ০৪:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মও এটি। বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করছেন হাজার হাজার ডলার।

নিজেদের সব অ্যাপে এআই যুক্ত করলেও এতদিন পর্যন্ত ইউটিউবকে এর বাইরে রেখেছিল গুগল। এবার সেই অপেক্ষার অবসান হলো। ইউটিউবে চালু হলো এআই অটো ডাবিং টুল। শিগগিরই সব ব্যবহারকারী টুলটির সুবিধা নিতে পারবেন।

দেড় বছর আগে ইউটিউবে এই টুল আনার ঘোষণা গিয়েছিল গুগল। তবে তা বাস্তবায়ন হতে বেশ সময় লেগে গেল সংস্থাটির। এই এআই অটো ডাবিং টুল ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটররা এখন তাদের ইংরেজি ভাষার ভিডিও ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ বা স্প্যানিশ ভাষায় ডাব করতে পারবেন নিমিষেই।

এভাবে অন্যান্য ভাষার ভিডিওতেও ইংরেজি ডাবিং করা যাবে। প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয়। ব্যবহারকারীকে সিলেক্ট করতে হবে না। ভিডিও লাইভ হওয়ার আগে নির্মাতারা তাদের পূর্বরূপ দেখে নিতে পারবেন। ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজেস’ বিভাগে এই ডাব করা ভিডিও দেখা যাবে এবং ‘অটো ডাবড’ লেবেল যুক্ত থাকবে।

তবে, ইউটিউব কেবল লোকজনের কথাবার্তার ওপর টুলটি ডাবিং করার নমুনা শেয়ার করেছে। দ্রুত বলা কথাবার্তা বা একাধিক ব্যক্তির একসঙ্গে কথা বলার ক্ষেত্রে এই এআই ডাবিং টুল সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, ইউটিউব জানিয়েছে, এখনো এই টুলটি পুরোপুরি তৈরি হয়নি। ধীরে ধীরে এই এআই টুল আরও উন্নত করা হবে বলে জানিয়েছে গুগল। একইসঙ্গে এর ব্যবহারও আরও সহজ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

নওরোজ/এসএইচ