ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

ইউক্রেন–যুক্তরাজ্যের বিরুদ্ধে মিগ-৩১ ছিনতাইচেষ্টার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক প্রতিনিধি
  • Update Time : ১২:৩০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৯ Time View

রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন ও যুক্তরাজ্য যৌথভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী একটি মিগ-৩১ যুদ্ধবিমান ছিনতাইয়ের ষড়যন্ত্রে জড়িত ছিল। তবে দেশটি জানায়, এ ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল গোয়েন্দা দপ্তর এবং তাদের তথাকথিত “ব্রিটিশ পরিচালকরা” এই অভিযানের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, এক রুশ পাইলটকে কিনঝাল ক্ষেপণাস্ত্র–সজ্জিত একটি মিগ-৩১ বিমান রোমানিয়ার কনস্টান্টা শহরে নিয়ে যেতে প্রলুব্ধ করা হয়।

কনস্টান্টা শহরে বর্তমানে দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে বড় ন্যাটো বিমানঘাঁটি নির্মাণাধীন। রাশিয়ার দাবি, পরিকল্পনাটি সফল হলে বিমানটি সেখানে ভূপাতিত করে মস্কোর বিরুদ্ধে বড় ধরনের উসকানি তৈরি করার উদ্দেশ্য ছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে ষড়যন্ত্রের কথিত প্রমাণ হিসেবে বার্তা ও অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে, যেখানে এক ব্যক্তিকে ইউক্রেনীয় ও ব্রিটিশ গোয়েন্দাদের হয়ে কাজ করতে দেখা যায়।

এফএসবি জানায়, ওই ব্যক্তি রুশ পাইলটকে ৩০ লাখ মার্কিন ডলার এবং ইউরোপের যে কোনো দেশের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, এফএসবি কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংক্যাট এই অভিযানের সঙ্গে জড়িত থাকতে পারে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা ইউক্রেন ও যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, “এ ষড়যন্ত্রে মৌলিক চিন্তার অভাব স্পষ্ট।” সংস্থাটি আরও জানায়, ২০২২ সালেও অনুরূপভাবে ইউক্রেন ও যুক্তরাজ্যের সহায়তায় একটি সুখোই সু-৩৪ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বেলিংক্যাট এখনো নতুন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের অভিযোগকে সংস্থাটি “ভিত্তিহীন প্রচারণা” বলে প্রত্যাখ্যান করেছিল।

Please Share This Post in Your Social Media

ইউক্রেন–যুক্তরাজ্যের বিরুদ্ধে মিগ-৩১ ছিনতাইচেষ্টার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক প্রতিনিধি
Update Time : ১২:৩০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন ও যুক্তরাজ্য যৌথভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী একটি মিগ-৩১ যুদ্ধবিমান ছিনতাইয়ের ষড়যন্ত্রে জড়িত ছিল। তবে দেশটি জানায়, এ ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল গোয়েন্দা দপ্তর এবং তাদের তথাকথিত “ব্রিটিশ পরিচালকরা” এই অভিযানের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, এক রুশ পাইলটকে কিনঝাল ক্ষেপণাস্ত্র–সজ্জিত একটি মিগ-৩১ বিমান রোমানিয়ার কনস্টান্টা শহরে নিয়ে যেতে প্রলুব্ধ করা হয়।

কনস্টান্টা শহরে বর্তমানে দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে বড় ন্যাটো বিমানঘাঁটি নির্মাণাধীন। রাশিয়ার দাবি, পরিকল্পনাটি সফল হলে বিমানটি সেখানে ভূপাতিত করে মস্কোর বিরুদ্ধে বড় ধরনের উসকানি তৈরি করার উদ্দেশ্য ছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে ষড়যন্ত্রের কথিত প্রমাণ হিসেবে বার্তা ও অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে, যেখানে এক ব্যক্তিকে ইউক্রেনীয় ও ব্রিটিশ গোয়েন্দাদের হয়ে কাজ করতে দেখা যায়।

এফএসবি জানায়, ওই ব্যক্তি রুশ পাইলটকে ৩০ লাখ মার্কিন ডলার এবং ইউরোপের যে কোনো দেশের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, এফএসবি কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংক্যাট এই অভিযানের সঙ্গে জড়িত থাকতে পারে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা ইউক্রেন ও যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, “এ ষড়যন্ত্রে মৌলিক চিন্তার অভাব স্পষ্ট।” সংস্থাটি আরও জানায়, ২০২২ সালেও অনুরূপভাবে ইউক্রেন ও যুক্তরাজ্যের সহায়তায় একটি সুখোই সু-৩৪ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বেলিংক্যাট এখনো নতুন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের অভিযোগকে সংস্থাটি “ভিত্তিহীন প্রচারণা” বলে প্রত্যাখ্যান করেছিল।