ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

Reporter Name
  • Update Time : ০১:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ১২৪ Time View

হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। ছবি:বিবিসি

ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিকভাবে হামলা শুরু করেছে রাশিয়া। তিন দিনের মধ্যে চালানো দ্বিতীয়বারের হামলায় খেরসন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন এবং ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার ভোর হওয়ার কিছু সময় আগে এ হামলা চালানো হয়।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে।
ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক সামরিক প্রশাসন হামলার এ ঘটনাকে ‘দুঃখজনক রাত ও সকাল’ বলে বর্ণনা করেছে। এ হামলায় ১৯টি বহুতল ভবন, ২৫টি বাড়ি, ৬টি স্কুল, কয়েকটি কিন্ডারগার্টেন ও ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে ভ্লাদিমির রোগভ নামে একজন রাশিয়ান কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাভলোহরাদ শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী কিছু সময়ের মধ্যে একটি বড় পাল্টা হামলার কথা জানিয়েছে। তবে সেই হামলার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, কিয়েভের আকাশসীমাতেও রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ভোর হওয়ার কিছু আগে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর উমানে ২৩ জন নিহত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

Update Time : ০১:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিকভাবে হামলা শুরু করেছে রাশিয়া। তিন দিনের মধ্যে চালানো দ্বিতীয়বারের হামলায় খেরসন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন এবং ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার ভোর হওয়ার কিছু সময় আগে এ হামলা চালানো হয়।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে।
ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক সামরিক প্রশাসন হামলার এ ঘটনাকে ‘দুঃখজনক রাত ও সকাল’ বলে বর্ণনা করেছে। এ হামলায় ১৯টি বহুতল ভবন, ২৫টি বাড়ি, ৬টি স্কুল, কয়েকটি কিন্ডারগার্টেন ও ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে ভ্লাদিমির রোগভ নামে একজন রাশিয়ান কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাভলোহরাদ শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী কিছু সময়ের মধ্যে একটি বড় পাল্টা হামলার কথা জানিয়েছে। তবে সেই হামলার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, কিয়েভের আকাশসীমাতেও রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ভোর হওয়ার কিছু আগে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর উমানে ২৩ জন নিহত হয়েছিল।