ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের গোলাবর্ষণে রুশ সাংবাদিক নিহত

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ৯৬ Time View

ইউক্রেনের গোলাবর্ষণে নিহত রুশ সংবাদ সংস্থা রিয়ার যুদ্ধ সংবাদদাতা রোস্টিস্লাভ জুরাভলেভ। ছবি : টেলিগ্রাম

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় ফ্রন্টলাইনের কাছে শনিবার গোলাবর্ষণে রুশ সংবাদ সংস্থা রিয়ার এক যুদ্ধ সংবাদদাতা নিহত এবং আরো তিন রুশ সাংবাদিক আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আর্টিলারি হামলায় সাংবাদিকরা আহত হয়েছেন। তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

কিন্তু রিয়া সংবাদদাতা রোস্টিস্লাভ জুরাভলেভ যাত্রার সময় মারা যান।
বেঁচে থাকা সাংবাদিকদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তাদের ‘জীবনের জন্য কোনো হুমকি নেই। তারা প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা পাচ্ছেন’।

এদিকে রিয়া একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে, পিয়াতিখাটকির ফ্রন্টলাইন গ্রামে কাজ করার সময় তাদের একজন সংবাদদাতা নিহত এবং একজন ক্যামেরাম্যান আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার যুদ্ধাস্ত্র (গুচ্ছবোমা) ব্যবহারের অভিযোগ এনেছে। তবে তারা এর জন্য কোনো প্রমাণ সরবরাহ করেনি। স্বাধীনভাবে তাদের অভিযোগ যাচাই করাও যায়নি।

ইউক্রেন এই মাসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে।

তবে শুধু শত্রু সেনাদের ঘনত্ব সরানোর জন্য সেগুলো ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভ।
এ ধরনের অস্ত্রে অনেকগুলো ছোট বোমা থাকে, যা বিস্তীর্ণ অঞ্চলে বর্ষণ করা হয়। কিন্তু বেসামরিকদের জন্য সম্ভাব্য বিপদের কারণে অনেক দেশে এ যুদ্ধাস্ত্র নিষিদ্ধ। ইউক্রেন বারবার বলছে, তাদের ব্যবহার যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।
অন্যদিকে জাতিসংঘ বলেছে, রাশিয়া নিজেও যুদ্ধের সময় বারবার গুচ্ছ অস্ত্র ব্যবহার করেছে।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

ইউক্রেনের গোলাবর্ষণে রুশ সাংবাদিক নিহত

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় ফ্রন্টলাইনের কাছে শনিবার গোলাবর্ষণে রুশ সংবাদ সংস্থা রিয়ার এক যুদ্ধ সংবাদদাতা নিহত এবং আরো তিন রুশ সাংবাদিক আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আর্টিলারি হামলায় সাংবাদিকরা আহত হয়েছেন। তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

কিন্তু রিয়া সংবাদদাতা রোস্টিস্লাভ জুরাভলেভ যাত্রার সময় মারা যান।
বেঁচে থাকা সাংবাদিকদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তাদের ‘জীবনের জন্য কোনো হুমকি নেই। তারা প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা পাচ্ছেন’।

এদিকে রিয়া একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে, পিয়াতিখাটকির ফ্রন্টলাইন গ্রামে কাজ করার সময় তাদের একজন সংবাদদাতা নিহত এবং একজন ক্যামেরাম্যান আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার যুদ্ধাস্ত্র (গুচ্ছবোমা) ব্যবহারের অভিযোগ এনেছে। তবে তারা এর জন্য কোনো প্রমাণ সরবরাহ করেনি। স্বাধীনভাবে তাদের অভিযোগ যাচাই করাও যায়নি।

ইউক্রেন এই মাসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে।

তবে শুধু শত্রু সেনাদের ঘনত্ব সরানোর জন্য সেগুলো ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভ।
এ ধরনের অস্ত্রে অনেকগুলো ছোট বোমা থাকে, যা বিস্তীর্ণ অঞ্চলে বর্ষণ করা হয়। কিন্তু বেসামরিকদের জন্য সম্ভাব্য বিপদের কারণে অনেক দেশে এ যুদ্ধাস্ত্র নিষিদ্ধ। ইউক্রেন বারবার বলছে, তাদের ব্যবহার যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।
অন্যদিকে জাতিসংঘ বলেছে, রাশিয়া নিজেও যুদ্ধের সময় বারবার গুচ্ছ অস্ত্র ব্যবহার করেছে।

সূত্র : রয়টার্স