ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ১০ Time View

ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি করেছে রাশিয়ার। দেশটির দাবি, ২০২৫ সালে ইউক্রেনের ৫,১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক এবং উত্তরাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ভোভচানস্ক শহর দখল করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, দোনেৎস্কের লিমান ও কোস্তিয়ান্তিনিভকার অন্তত অর্ধেক এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোলও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তবে এই দাবির সঙ্গে একমত নন ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত সূত্রের তথ্য পুতিনের বক্তব্যের সঙ্গে মিলছে না।

আইএসডব্লিউর মতে, হুলিয়াইপোলের মাত্র ৭ দশমিক ৩ শতাংশ এবং লিমানের ২ দশমিক ৯ শতাংশ এলাকায় রুশ বাহিনীর সীমিত উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, তাও মূলত অনুপ্রবেশ বা আক্রমণমূলক অভিযানের মাধ্যমে। কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার অগ্রগতি ৫ শতাংশের বেশি নয় বলেও দাবি করেছে তারা।

এমনকি রাশিয়াপন্থি সামরিক ব্লগারদের তথ্যও পুতিনের দাবিকে পুরোপুরি সমর্থন করে না। আইএসডব্লিউ জানায়, এসব ব্লগারের মতে লিমানের সর্বোচ্চ ৭ শতাংশ এবং কোস্তিয়ান্তিনিভকার প্রায় ১১ শতাংশ এলাকায় রুশ নিয়ন্ত্রণ রয়েছে।

এর আগে ক্রেমলিন খারকিভের কুপিয়ানস্ক এবং দোনেৎস্কের পোকরভস্ক সম্পূর্ণ দখলের দাবিও করেছিল। তবে আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, খারকিভ অঞ্চলের সর্বোচ্চ ৭ দশমিক ২ শতাংশ এলাকায় রাশিয়ার উপস্থিতি রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, পোকরভস্কে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের কাছ থেকে ১৬ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

১৮ ডিসেম্বর রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বিদেশি সামরিক কর্মকর্তাদের কাছে বছরের শেষ প্রতিবেদন উপস্থাপন করে দাবি করেন, চলতি বছরে রাশিয়া ৬,৩০০ বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে। এর এক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসভ ৬,০০০ বর্গকিলোমিটার দখলের কথা বলেছিলেন।

তবে আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, রাশিয়া সর্বোচ্চ ৪ হাজার ৯৮৪ বর্গকিলোমিটার এলাকা এবং ১৯৬টি বসতি দখল করেছে—যা রুশ কর্মকর্তাদের দাবি করা ৩০০ বসতির তুলনায় অনেক কম।

Please Share This Post in Your Social Media

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি করেছে রাশিয়ার। দেশটির দাবি, ২০২৫ সালে ইউক্রেনের ৫,১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক এবং উত্তরাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ভোভচানস্ক শহর দখল করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, দোনেৎস্কের লিমান ও কোস্তিয়ান্তিনিভকার অন্তত অর্ধেক এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোলও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তবে এই দাবির সঙ্গে একমত নন ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত সূত্রের তথ্য পুতিনের বক্তব্যের সঙ্গে মিলছে না।

আইএসডব্লিউর মতে, হুলিয়াইপোলের মাত্র ৭ দশমিক ৩ শতাংশ এবং লিমানের ২ দশমিক ৯ শতাংশ এলাকায় রুশ বাহিনীর সীমিত উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, তাও মূলত অনুপ্রবেশ বা আক্রমণমূলক অভিযানের মাধ্যমে। কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার অগ্রগতি ৫ শতাংশের বেশি নয় বলেও দাবি করেছে তারা।

এমনকি রাশিয়াপন্থি সামরিক ব্লগারদের তথ্যও পুতিনের দাবিকে পুরোপুরি সমর্থন করে না। আইএসডব্লিউ জানায়, এসব ব্লগারের মতে লিমানের সর্বোচ্চ ৭ শতাংশ এবং কোস্তিয়ান্তিনিভকার প্রায় ১১ শতাংশ এলাকায় রুশ নিয়ন্ত্রণ রয়েছে।

এর আগে ক্রেমলিন খারকিভের কুপিয়ানস্ক এবং দোনেৎস্কের পোকরভস্ক সম্পূর্ণ দখলের দাবিও করেছিল। তবে আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, খারকিভ অঞ্চলের সর্বোচ্চ ৭ দশমিক ২ শতাংশ এলাকায় রাশিয়ার উপস্থিতি রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, পোকরভস্কে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের কাছ থেকে ১৬ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

১৮ ডিসেম্বর রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বিদেশি সামরিক কর্মকর্তাদের কাছে বছরের শেষ প্রতিবেদন উপস্থাপন করে দাবি করেন, চলতি বছরে রাশিয়া ৬,৩০০ বর্গকিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে। এর এক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসভ ৬,০০০ বর্গকিলোমিটার দখলের কথা বলেছিলেন।

তবে আইএসডব্লিউর হিসাব অনুযায়ী, রাশিয়া সর্বোচ্চ ৪ হাজার ৯৮৪ বর্গকিলোমিটার এলাকা এবং ১৯৬টি বসতি দখল করেছে—যা রুশ কর্মকর্তাদের দাবি করা ৩০০ বসতির তুলনায় অনেক কম।