ইউএনও’র অপকর্ম ঢাকতে গোপনে ভবন বরাদ্দ, উপজেলা জুড়ে চাপা উত্তেজনা

- Update Time : ০৮:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ৪২ Time View
চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমতি বিহীন উপজেলা প্রশাসনের একটি পরিত্যক্ত ভবন সাংবাদিকদের একটি পক্ষ সংস্কার করে সাইনবোর্ড ও তালা ঝুলিয়ে লোহাগাড়া প্রেসক্লাবের কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে।
অপরদিকে ওই ভবনকে নিজেদের কার্যালয় বলে দাবি করেছেন উপজেলা সরকারি কর্মচারী কল্যান পরিষদের সদস্যরা। এ নিয়ে উভয় পক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট অভিযোগ জানিয়েছেন। উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বিষয়টি মীমাংসার জন্য লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব প্রদান করেছেন।
তবে ওই পরিত্যক্ত ভবনটি এখনো পর্যন্ত কোন ব্যক্তি কিংবা সংগঠনকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান। তবে ভবনটিতে কিভাবে গুটিকয়েক সদস্যের লোহাগাড়া প্রেসক্লাব তাদের সাইনবোর্ড ও তালা ঝুলিয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদোত্তর দিতে পারেননি।
জানা যায়, উপজেলা প্রশাসনের ওই ভবনটি লোহাগাড়া উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী ছিল। পরে পাবলিক লাইব্রেরীর জন্য অন্য জায়গায় নতুন ভবন নির্মিত হওয়ায় এ ভবনটি পরিত্যক্ত ছিল। তখন মুক্তিযোদ্ধারা উপজেলায় আসতে এ ভবনে মিলিত হতেন। এরপর থেকে উপজেলা সরকারি কর্মচারী কল্যান পরিষদের সদস্যরা ওই ভবনটিতে তাদের কার্যালয় স্থাপনের জন্য মৌখিকভাবে ইউএনওকে অবগত করেন। সম্প্রতি ওই ভবনটিতে গুটিকয়েক সদস্যের লোহাগাড়া প্রেসক্লাবের কার্যালয় স্থাপনের জন্য ইউএনওকে মৌখিকভাবে জানান। কিন্তু কোন পক্ষ নিয়ম অনুযায়ী আবেদন করেননি।
উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের এক নেতা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, এমনিতেই উপজেলায় ভবন সংকট, ইউএনও’র গোপন ইশারায় এটি হয়েছে, আমরা আমাদের অভিভাবক জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, তারপরও যদি কাউকে এই ভবন বরাদ্দ দেওয়া হয় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে দূরত্ব বজায় রেখে তাদের অনিয়ম দূর্নীতি তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের কাজ, তাদের সাথে গা ঘেঁষে বসে থাকা, তাদের সুরে কথা বলা মূলধারার সাংবাদিকদের কাজ নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়