আ.লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে: সারজিস আলম

- Update Time : ১০:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৬৭ Time View
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে। উন্নয়ন না করে প্রচার চালিয়েছে। দেশের দ্বিতীয় স্থলবন্দর এই হিলি। এখানকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। নেই কোনো উন্নয়নের ছোঁয়া। আমরা দেখতে চাই, হিলি স্থলবন্দর এলাকা উন্নয়নের জন্য যেসব সরকারি বরাদ্দ হয়েছিল, তা কীভাবে লুটপাট হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে হিলি চারমাথা মোড়ে দলীয় পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না।
সারজিস বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে এনসিপি। সেইসাথে, সবার মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা থাকা উচিৎ বলেও মনে করেন তিনি।
এ সময়, নির্দিষ্ট কোন মার্কা না দেখে ভালো মানুষকে ভোট দেয়ার আহ্বান জানান সারজিস আলম। পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারজিস বলেন, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব ভালো একজন নেতার হাতে তুলে দিতে হবে, সে যে দলের হোক না কেন। প্রতীক বড় বিষয় নয়। ভালো নেতা দেখে ভোট দেবেন। খারাপ লোকের ভয় বেশি, আপনারা খারাপ লোকের অপকর্ম রুখে দেবেন। দেখবেন তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন।
এ সময় বক্তব্য দেন সাদিয়া ফারজানা দিনা, ডা.আব্দুল আহাদ,ডা.আতিক মুজাহিদ,সানোয়ার তুষার,আবু সাঈদ লিওন প্রমুখ।
এর আগে সকালে তিনি ঘোড়াঘাটের আজাদ মোড়ে পথসভা করেন। পরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।