ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, অনুদান প্রদান

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৩ Time View

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপি নেতারা। এ সময় আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করে দলটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন।

আহতদের চিকিৎসায় বিএনপি পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতরা চিকিৎসা পেলেও তাদের আর্থিক সহায়তা খুবই কম।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।

সালাহউদ্দিন আহমেদ জানান, আহতদের অবস্থা এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং এর আগে তাদের সাহায্য করা হয়েছিল।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, অনুদান প্রদান

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপি নেতারা। এ সময় আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করে দলটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন।

আহতদের চিকিৎসায় বিএনপি পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়। পরে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতরা চিকিৎসা পেলেও তাদের আর্থিক সহায়তা খুবই কম।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।

সালাহউদ্দিন আহমেদ জানান, আহতদের অবস্থা এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আজকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং এর আগে তাদের সাহায্য করা হয়েছিল।

নওরোজ/এসএইচ