আসামি ছিনতাই: যুবদল ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

- Update Time : ১১:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৩ Time View
নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৩ জুলাই) নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৩ আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আল আমিনের আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাথানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর। আসামি পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ জানান, হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে রোববার নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ২৩ আসামি।
এ সময় আশরাফুল আলম লুলু, এনামুল হক কালু, মিলন ফরাজী, রাসেল আলী, মিজানুর রহমান ও আনারুল ইসলামের জামিন মঞ্জুর করে বাকি ১৭ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
আটকরা হলেন- লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবন সহ ছাত্রদল ও যুবদলের কর্মী সুমন, আরিফ, মেহেদী, সজিব, মালেক, মিল্টন, তানভীর, লিটন, রাকিব, বাপ্পি, সোহাগ, চঞ্চল, সাকিবুল আলম সুলভ ও মাইনুল হক বিপ্লব।
উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ বলেন, এগুলো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। আমারা আইনিভাবে মোকাবিলা করব।