ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আর নির্বাচন করবেন না টানা সাতবারের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৩:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৯ Time View

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত

নির্বাচনে আর না লড়ার ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার (৮ আগস্ট) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ১৯৯৪ সাল থেকে এক টানা সাতবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি।

সাক্ষাতকারে লুকাশেঙ্কো দাবি করেন, ২০২০ সালের নির্বাচনের সময়ও তিনি পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তবে জনগণ তাকে থামিয়ে দেয়।

লুকাশেঙ্কো বলেন, ‘সত্যি বলতে, জীবনে দ্বিতীয়বারের মতো আমি সেবার (২০২০ সালে) পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম, এটা বুঝে যে মানুষ আমাকে পদত্যাগে সমর্থন করবে। কিন্তু তখন তারা বলল—না, আমরা প্রস্তুত নই। ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন আমি একজন বিশ্বাসঘাতক, পালাতে চাইছি। তাই থাকতে হলো। ’

ছেলে নিকোলাই উত্তরসূরি নন

লুকাশেঙ্কো জোর দিয়ে জানান, তার নিজের ছেলে নিকোলাইকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করার কোনও পরিকল্পনা তার নেই।

এ বিষয়ে তিনি বলেন, ‘না, সে উত্তরসূরি নয়। আমি জানতাম আপনি এটা জিজ্ঞাসা করবেন।’

তিনি আরও বলেন, ‘নিকোলাইয়ের সীমিত পর্যায়ে কিছুটা ভিন্নমত রয়েছে। যদিও সে বাবার কাজকর্মকে সমর্থন করে এবং গভীর অন্তর্দৃষ্টি রাখে।’

সম্ভাব্য উত্তরসূরি প্রসঙ্গে লুকাশেঙ্কো জানান, তিনি আশা করেন ভবিষ্যৎ প্রেসিডেন্ট বুদ্ধিমান ও স্বাভাবিক একজন ব্যক্তি হবেন।

তিনি আরও বলেন, ‘তার নীতি আমার থেকে আলাদা হতে পারে। আমি শুধু চাই সে যেন সব কিছু ধ্বংস না করে, বরং যা কিছু আছে তার ভিত্তির উপর দাঁড়িয়ে ধীরে ও শান্তভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। যেন কোনও বিপ্লবী উলটপালট না ঘটে।’

Please Share This Post in Your Social Media

আর নির্বাচন করবেন না টানা সাতবারের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৩:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

নির্বাচনে আর না লড়ার ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার (৮ আগস্ট) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ১৯৯৪ সাল থেকে এক টানা সাতবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি।

সাক্ষাতকারে লুকাশেঙ্কো দাবি করেন, ২০২০ সালের নির্বাচনের সময়ও তিনি পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তবে জনগণ তাকে থামিয়ে দেয়।

লুকাশেঙ্কো বলেন, ‘সত্যি বলতে, জীবনে দ্বিতীয়বারের মতো আমি সেবার (২০২০ সালে) পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম, এটা বুঝে যে মানুষ আমাকে পদত্যাগে সমর্থন করবে। কিন্তু তখন তারা বলল—না, আমরা প্রস্তুত নই। ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন আমি একজন বিশ্বাসঘাতক, পালাতে চাইছি। তাই থাকতে হলো। ’

ছেলে নিকোলাই উত্তরসূরি নন

লুকাশেঙ্কো জোর দিয়ে জানান, তার নিজের ছেলে নিকোলাইকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করার কোনও পরিকল্পনা তার নেই।

এ বিষয়ে তিনি বলেন, ‘না, সে উত্তরসূরি নয়। আমি জানতাম আপনি এটা জিজ্ঞাসা করবেন।’

তিনি আরও বলেন, ‘নিকোলাইয়ের সীমিত পর্যায়ে কিছুটা ভিন্নমত রয়েছে। যদিও সে বাবার কাজকর্মকে সমর্থন করে এবং গভীর অন্তর্দৃষ্টি রাখে।’

সম্ভাব্য উত্তরসূরি প্রসঙ্গে লুকাশেঙ্কো জানান, তিনি আশা করেন ভবিষ্যৎ প্রেসিডেন্ট বুদ্ধিমান ও স্বাভাবিক একজন ব্যক্তি হবেন।

তিনি আরও বলেন, ‘তার নীতি আমার থেকে আলাদা হতে পারে। আমি শুধু চাই সে যেন সব কিছু ধ্বংস না করে, বরং যা কিছু আছে তার ভিত্তির উপর দাঁড়িয়ে ধীরে ও শান্তভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। যেন কোনও বিপ্লবী উলটপালট না ঘটে।’