ব্রেকিং নিউজঃ
আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডে দূতাবাস খুলছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৯৮ Time View
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশের নতুন দুটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার জানায়, এ দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা প্রস্তাবটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেন।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দূতাবাস দুটি চালু করা হবে।


































































































































































































