ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৪১ Time View

পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের পথে হাঁটছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, চলমান আইনি জটিলতা ও সাংগঠনিক সংকট মোকাবিলা এবং ভবিষ্যতে দুর্বল জোটের ওপর নির্ভরতা এড়াতে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন দলটি পিটিআই থেকে আলাদা সত্তা হিসেবে নিবন্ধিত হবে, তবে নির্বাচনে দুই দল একসঙ্গে কাজ করবে। এটি মূলত পিটিআইয়ের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখার পাশাপাশি আইনি দিক থেকে স্বাধীনতা বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ।

সূত্র বলছে, নতুন দলের নাম নিয়ে ইতোমধ্যে কয়েকটি প্রস্তাব বিবেচনায় আছে—এর মধ্যে ‘তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান’ এবং ‘ইনসাফ পাকিস্তান’ নাম দুটি সবচেয়ে আলোচনায় রয়েছে। ইমরান খান নিজেও এমন একটি নাম রাখতে আগ্রহী, যাতে দলের পুরোনো পরিচয়ের ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু সংগঠনটি আবার আলাদা কাঠামোয় পরিচালিত হতে পারে।

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দলের নেতৃত্ব পুরোপুরি স্বাধীন হবে এবং নিজস্ব সাংগঠনিক কাঠামো থাকবে। এটি পিটিআইয়ের বর্তমান কাঠামো থেকে ভিন্নভাবে গঠিত হবে। একই সঙ্গে নতুন দলের সংবিধান ও সদস্যপদ নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজও শুরু হয়েছে।

পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমপক্ষে এক হাজার সদস্যের তথ্য জমা দিতে হয়। ইতোমধ্যে পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই সদস্য সংগ্রহের কাজ শুরু করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন দলটি পিটিআইয়ের সঙ্গে কৌশলগত জোটে নির্বাচনে অংশ নেবে।

দলীয় এক সিনিয়র সদস্য বলেন, ‘আমরা চাই না আবার কোনো দুর্বল জোট বা স্বার্থনির্ভর পার্টির ওপর নির্ভর করতে হোক। এই পদক্ষেপ আমাদের স্বাধীনতা, রাজনৈতিক নমনীয়তা এবং টিকে থাকার পথ নিশ্চিত করবে।’

সূত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন দলের নিবন্ধনের আবেদন করা হবে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিটিআইয়ের এই সিদ্ধান্ত পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত পরিবর্তন নির্দেশ করে। আইনি চাপ, দলীয় ভাঙন ও সংগঠনগত অনিশ্চয়তার মধ্যে এই নতুন দল গঠন হতে পারে ইমরান খানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।

Please Share This Post in Your Social Media

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের পথে হাঁটছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, চলমান আইনি জটিলতা ও সাংগঠনিক সংকট মোকাবিলা এবং ভবিষ্যতে দুর্বল জোটের ওপর নির্ভরতা এড়াতে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন দলটি পিটিআই থেকে আলাদা সত্তা হিসেবে নিবন্ধিত হবে, তবে নির্বাচনে দুই দল একসঙ্গে কাজ করবে। এটি মূলত পিটিআইয়ের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখার পাশাপাশি আইনি দিক থেকে স্বাধীনতা বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ।

সূত্র বলছে, নতুন দলের নাম নিয়ে ইতোমধ্যে কয়েকটি প্রস্তাব বিবেচনায় আছে—এর মধ্যে ‘তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান’ এবং ‘ইনসাফ পাকিস্তান’ নাম দুটি সবচেয়ে আলোচনায় রয়েছে। ইমরান খান নিজেও এমন একটি নাম রাখতে আগ্রহী, যাতে দলের পুরোনো পরিচয়ের ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু সংগঠনটি আবার আলাদা কাঠামোয় পরিচালিত হতে পারে।

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দলের নেতৃত্ব পুরোপুরি স্বাধীন হবে এবং নিজস্ব সাংগঠনিক কাঠামো থাকবে। এটি পিটিআইয়ের বর্তমান কাঠামো থেকে ভিন্নভাবে গঠিত হবে। একই সঙ্গে নতুন দলের সংবিধান ও সদস্যপদ নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজও শুরু হয়েছে।

পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমপক্ষে এক হাজার সদস্যের তথ্য জমা দিতে হয়। ইতোমধ্যে পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই সদস্য সংগ্রহের কাজ শুরু করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন দলটি পিটিআইয়ের সঙ্গে কৌশলগত জোটে নির্বাচনে অংশ নেবে।

দলীয় এক সিনিয়র সদস্য বলেন, ‘আমরা চাই না আবার কোনো দুর্বল জোট বা স্বার্থনির্ভর পার্টির ওপর নির্ভর করতে হোক। এই পদক্ষেপ আমাদের স্বাধীনতা, রাজনৈতিক নমনীয়তা এবং টিকে থাকার পথ নিশ্চিত করবে।’

সূত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন দলের নিবন্ধনের আবেদন করা হবে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিটিআইয়ের এই সিদ্ধান্ত পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত পরিবর্তন নির্দেশ করে। আইনি চাপ, দলীয় ভাঙন ও সংগঠনগত অনিশ্চয়তার মধ্যে এই নতুন দল গঠন হতে পারে ইমরান খানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।