আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার

- Update Time : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ২০৩ Time View
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটের চার্জারসহ আরসার শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
বুধবার (১০ মে) দুপুরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হাফেজ জুবায়ের উখিয়া ১৯ নম্বর ক্যাম্প, ব্লক-এ/১৪ এর ওমর মিয়ার ছেলে।
এডিআইজি আমির জাফর জানান, বুধবার ভোরে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জড়ো হয়েছে বলে খবর আসে। পরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪টি ওয়ানশুটার গান, ৩২ রাউন্ড গুলি, ১টি গুলির খালি খোসা ও একটি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার। তার বিরুদ্ধে চারটি হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।