ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আরও ৯ মামলায় গ্রেফতার মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৬ Time View

রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার দায়ের করা পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। একইসঙ্গে বিকালে সংশ্লিষ্ট আদালতে পৃথক এই ৯ মামলায় জামিন শুনানির জন্য ধার্য করেন।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা পল্টন থানার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখান। এরপর রমনা থানার ৪ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকালে এই ৯ মামলায় আমরা জামিন চেয়ে শুনানি করবো। আশা করি আদালত সব মামলায় জামিন মঞ্জুর করবেন।

এদিন বেলা ১২টার সময় দিকে মির্জা আব্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারা কর্তৃপক্ষ। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট আদালতের এজলাসে তাকে ওঠানো হয়।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এই দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।

Please Share This Post in Your Social Media

আরও ৯ মামলায় গ্রেফতার মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক
Update Time : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার দায়ের করা পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। একইসঙ্গে বিকালে সংশ্লিষ্ট আদালতে পৃথক এই ৯ মামলায় জামিন শুনানির জন্য ধার্য করেন।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা পল্টন থানার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখান। এরপর রমনা থানার ৪ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকালে এই ৯ মামলায় আমরা জামিন চেয়ে শুনানি করবো। আশা করি আদালত সব মামলায় জামিন মঞ্জুর করবেন।

এদিন বেলা ১২টার সময় দিকে মির্জা আব্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারা কর্তৃপক্ষ। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট আদালতের এজলাসে তাকে ওঠানো হয়।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এই দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।