ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

আরও ৯ মামলায় গ্রেফতার মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১২৯ Time View

রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার দায়ের করা পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। একইসঙ্গে বিকালে সংশ্লিষ্ট আদালতে পৃথক এই ৯ মামলায় জামিন শুনানির জন্য ধার্য করেন।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা পল্টন থানার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখান। এরপর রমনা থানার ৪ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকালে এই ৯ মামলায় আমরা জামিন চেয়ে শুনানি করবো। আশা করি আদালত সব মামলায় জামিন মঞ্জুর করবেন।

এদিন বেলা ১২টার সময় দিকে মির্জা আব্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারা কর্তৃপক্ষ। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট আদালতের এজলাসে তাকে ওঠানো হয়।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এই দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।

Please Share This Post in Your Social Media

আরও ৯ মামলায় গ্রেফতার মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক
Update Time : ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার দায়ের করা পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। একইসঙ্গে বিকালে সংশ্লিষ্ট আদালতে পৃথক এই ৯ মামলায় জামিন শুনানির জন্য ধার্য করেন।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা পল্টন থানার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখান। এরপর রমনা থানার ৪ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকালে এই ৯ মামলায় আমরা জামিন চেয়ে শুনানি করবো। আশা করি আদালত সব মামলায় জামিন মঞ্জুর করবেন।

এদিন বেলা ১২টার সময় দিকে মির্জা আব্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারা কর্তৃপক্ষ। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট আদালতের এজলাসে তাকে ওঠানো হয়।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এই দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।