আরও দুই মামলায় গ্রেপ্তার মেনন, ইনু ও মামুন

- Update Time : ০৬:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৯ Time View
রাজধানীর তেজগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে রাজধানীর তেজগাঁও থানার রমিজ উদ্দিন আহমদ ও তাহিদুল ইসলাম হত্যা মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর এ আবেদন মঞ্জুর করেন।
তেজগাঁও থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গত ৪ আগস্ট রমিজ উদ্দিন আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের পিতা এ.কে.এম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম একই এলাকায় এই আন্দোলনে যান। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
নওরোজ/এসএইচ