ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম
নাটোর

আম পাড়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ

নাটোর প্রতিনিধি
  • Update Time : ১০:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২২৫ Time View

ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো গুরুতর আহত বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন ও তার অনুসারীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরেই মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ বা আহত হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

নাটোর

আম পাড়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ

নাটোর প্রতিনিধি
Update Time : ১০:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

নাটোরের লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো গুরুতর আহত বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন ও তার অনুসারীরা বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরেই মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ বা আহত হননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।