‘আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি’

- Update Time : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ Time View
অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে কাজের চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সরব তিনি। বিভিন্ন মন্তব্য করে প্রায়ই থাকছেন আলোচনায়।
জয় মূলত আলোচনায় আসেন উপস্থাপনা দিয়ে। তার আয়োজিত অনুষ্ঠানে অতিথিকে প্রশ্নবানে জর্জরিত করাই ছিল একমাত্র কাজ। এ নিয়েও বেশ কয়েকবার অপমান-অপদস্থ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এসব ছাপিয়ে নানা ইস্যুতে মন্তব্য করেই বেশি আলোচনায় থেকেছেন তিনি। বিশেষ করে, গেল বছর ৫ আগস্ট সরকার পতনের পর।
এবার জয় তার ফেসবুক পোস্টে মৃত্যুভয়, গালি খাওয়ার কথা ও মনের কষ্ট প্রকাশ করেছেন। লিখেছেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম। স্ট্যাটাস দিতাম না। আশেপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না। তাদের কেউ গালিও দেয় না।’
জয়ের ভাবনার সঙ্গে সহমত পোষণ করে অনেকে মন্তব্য করেছেন। আবার অনেকে জয়কে আক্রমণ করেও ‘নোংরা’ ভাষায় মন্তব্য করেছেন। কেউ কেউ পাল্টা যুক্তি কিংবা পরামর্শ দিয়েছেন।
একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের একজন লেখেন, ‘সত্যের পক্ষে থাকুন মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন। ’
আব্দুল্লাহ নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, ‘এত কথা আর খাতিরের দরকার কী, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ। ’ আরেকজন লেখেন, ‘ঠিক বলেছেন ভাই। আপনার মতো সৎসাহস সাবার নেই। ’ এমন অনেক মন্তব্য এখন জয়ের কমেন্ট বক্সে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়