আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

- Update Time : ০৮:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ২০৪ Time View
সারা দেশের ন্যায় কোটা নিয়ে গাইবান্ধায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার সকালে কোটা বাতিল চাই শ্লোগানে সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করে শহরের ট্রাফিক মোড়,রেলগেটে এসে জমায়েত হয় এবং ঘন্টাব্যাপী ব্যস্ততম সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকে।
পরে গাইবান্ধা আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙ্গচুর শেষে কয়েকটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ অনেকেই আহত হন।
পরে জল কামানসহ পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে পুলিশ সদস্যও আহত হন।
জানা যায়, বিক্ষোভ চলাকালে প্রায় ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হন। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, কোটা চাই না, আমরা মেধা চাই। দ্রুত কোটা পদ্ধতি বাতিল করে মেধার গুরুত্ব দেয়া হোক। এতো কষ্ট করে পড়াশোনা করে যখন চাকুরির ক্ষেত্রে কোটার কাছে হেরে যাই! খুবই কষ্ট লাগে। আমরা কোটা চাই না!