ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী দেখতে চাই না : বাবর

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : ০৭:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১০০ Time View

নেত্রকোনায় নিজ এলাকায় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়ায় ভরে গেছে। আমি আমার নির্বাচনী এলাকায় কোনো মাদক ও মাদকসেবী দেখতে চাই না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিয়ে দেবেন। এর জন্য যদি কেউ তদবির করে, তাকে আগে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গতকাল রোববার (১৬ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন গ্রামে ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, একটি পরিবারের একজন মাদকে জড়িয়ে গেলে পুরো পরিবারটিই ধ্বংস হয়ে যায়, সংসারে অশান্তি ও বিশৃঙ্খলা লেগে যায়। নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যায়। আপনারা সবাই মিলে মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কোনো রকম সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। আমি আপনাদের সঙ্গে আছি।

তিন বলেন, অতীতে কী হয়েছে তা নিয়ে কিছু বলতে চাই না, আমাদের বর্তমান প্রজন্মকে কিভাবে ভালো রাখা যায় আমি সে রাজনীতি করব।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভিপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আ. কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা মদন উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে মুক্তমঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী দেখতে চাই না : বাবর

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
Update Time : ০৭:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়ায় ভরে গেছে। আমি আমার নির্বাচনী এলাকায় কোনো মাদক ও মাদকসেবী দেখতে চাই না। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিয়ে দেবেন। এর জন্য যদি কেউ তদবির করে, তাকে আগে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গতকাল রোববার (১৬ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন গ্রামে ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, একটি পরিবারের একজন মাদকে জড়িয়ে গেলে পুরো পরিবারটিই ধ্বংস হয়ে যায়, সংসারে অশান্তি ও বিশৃঙ্খলা লেগে যায়। নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যায়। আপনারা সবাই মিলে মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কোনো রকম সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। আমি আপনাদের সঙ্গে আছি।

তিন বলেন, অতীতে কী হয়েছে তা নিয়ে কিছু বলতে চাই না, আমাদের বর্তমান প্রজন্মকে কিভাবে ভালো রাখা যায় আমি সে রাজনীতি করব।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভিপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আ. কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা মদন উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে মুক্তমঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।