আমাদের শাসনামলে আবু সাঈদ হত্যার বিচার দেখে যাবেন: আইন উপদেষ্টা

- Update Time : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৫৬ Time View
অন্তর্বর্তী সরকারের শাসনামলে শহীদ আবু সাঈদ হত্যা বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা আছে। আমি বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার হবে। এতে হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যতটুকু জানি আমার সঙ্গে প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত এবং আমার দৃঢ়বিশ্বাস আমাদের সরকারের শাসনামলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন।’
আজ বুধবার দুপুরে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় আসিফ নজরুল এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় মঞ্চে প্রধান অতিথি ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। মঞ্চে বিশেষ অতিথি ছিলেন রংপুরের ২১ জন শহীদ পরিবারের সদস্যরা।
আসিফ নজরুল তাঁর বক্তব্যে আবু সাঈদের বীরোচিত ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি খুব সাহসী মানুষ না। কিন্তু ভিডিওটা (আবু সাঈদের) যখন বারবার দেখলাম আমার মনে হলো যে আমাদের আর ভয় পাওয়ার অধিকার নাই। এইভাবে একটা ছেলে জীবন দিতে পারে। আমরা তাঁদের অভিভাবক, আমাদের আর ভয় পাওয়ার কোনো অধিকার নাই। এই ছেলেকে আমি কোনো দিন দেখি নাই, তাঁর আত্মত্যাগ আমার মতো একজন মধ্যবয়সী ভিতু মানুষকে মৃত্যুর পরোয়ানা না করে দিনে-রাতে আন্দোলনে রাস্তায় থাকার উদ্বুদ্ধ করতে পেরেছিল।’
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আবু সাঈদের আদর্শ ছিল, সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে। তাঁর মৃত্যুবরণ হাজার হাজার অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে সম্মানের ও শ্রদ্ধা। আবু সাঈদের বীরত্ব নিয়ে আসিফ নজরুল বলেন, ‘এত বড় বীরত্ব এটা রিয়ালাইজ করতে আমাদের অনেক বছর লাগবে। আবু সাঈদের ঘটনার দিনে প্রতিবাদ করে আরও পাঁচজন প্রাণ হারিয়েছে। চট্টগ্রাম কলেজের একজন ছাত্র ছিল ওয়াসিম। ততক্ষণে সবাই জেনে গেছে এভাবে দাঁড়ালে পুলিশ গুলি করবে তারপরও দেশের শত শত তরুণ গুলির সামনে দাঁড়িয়ে আত্মাহুতি দিয়েছে।’
বিচারে একটু দেরি হলেও অপরাধীদের শাস্তি হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘একটি বিচারকার্য সুষ্ঠুভাবে এবং সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করতে আমাদের সবকিছু চিন্তা করতে হয়। আমরা এখানে শেখ হাসিনার আমলের মতো বিচার করতে আসি নাই। শেখ হাসিনার আমলের মতো যারে-তারে ধরে ফাঁসি দিয়ে দিলাম!’
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা পরিবেশ, বন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের, ইউজিসির সদস্য তানজীমউদ্দীন খান, শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ, সামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে প্রস্তাবিত হাসপাতাল নিয়েও কথা বলেন আসিফ নজরুল। এ বিষয়ে তিনি বলেন, ‘চায়নার যে হাসপাতালটি এখানে (রংপুরে) নির্মাণ করার কথা আছে, সেটিকে ঘিরে একটি সর্বাধুনিক হেলথ সিটি নির্মাণ করার পরিকল্পনা আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে। লালমনিরহাটে যে বিমানবন্দর আছে, সেটিকে সর্বাধুনিক করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আপনাদের সন্তানেরা আমাদের চিরঋণী করে রেখেছেন। আমরা আপনাদের মনে রাখব।’