ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে নয়াদিল্লির উদ্বেগ, যা বলল ঢাকা ঘুষখোর জেলা জজের কাছে কি হেরে যাবে নীতিবান ম্যাজিস্ট্রেট? প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ পোস্টের সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে সিলেটে আ.লীগ নেতা খুনের ঘটনায় ছেলে আটক ‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নতুন নিষেধাজ্ঞা সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব সিলেটে আওয়ামী লীগ নেতা খুনে সন্দেহে স্বজনরা বিদেশিদের হাতে বন্দর ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি

আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৪৯ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম। রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি অবশ্যই ইসলামের আলোকে মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা নবী রাসুল (সা.)-এর মদিনার ইসলামের চর্চা করি। বাংলাদেশে নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ও একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে জনমনে বিভ্রান্তি ও দেশের ক্ষতি হয়।

তিনি আরও বলেন, যারা ফিতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে ও সতর্ক থাকতে হবে। ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেমবিদ্বেষী রাজনীতি করত। তাদের নির্মম পতন হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের আদর্শের রাজনীতি করতে হবে, যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির হোসেন কাশেমীর সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন- হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির।

আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্ববায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব।

Please Share This Post in Your Social Media

আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক
Update Time : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম। রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি অবশ্যই ইসলামের আলোকে মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা নবী রাসুল (সা.)-এর মদিনার ইসলামের চর্চা করি। বাংলাদেশে নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ও একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। এতে জনমনে বিভ্রান্তি ও দেশের ক্ষতি হয়।

তিনি আরও বলেন, যারা ফিতনা সৃষ্টি করে বিভেদ করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে ও সতর্ক থাকতে হবে। ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার ইসলাম, মুসলিম ও আলেমবিদ্বেষী রাজনীতি করত। তাদের নির্মম পতন হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের আদর্শের রাজনীতি করতে হবে, যাতে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হয়। আমাদের ভালো রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। এতেই দেশে অপরাজনীতি বিদায় হবে।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির হোসেন কাশেমীর সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন- হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির।

আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্ববায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব।