আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা

- Update Time : ১২:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১০ Time View
ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন করবো, কিন্তু কারও প্রতি বিদ্বেষ পোষণ করবো না। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের উত্তর ভালুকিয়া এলাকায় আয়োজিত একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মসজিদ, মন্দির কিংবা শ্মশানের জমি যদি কেউ দখল করে রাখে, তবে আরএস, বিএসসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যোগাযোগ করলে সরকার জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
ধর্ম উপদেষ্টা জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কেউ ঢাকায় মারা গেলে আগে সৎকার বা অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারতেন না। আমরা দায়িত্ব নেবার পর ঢাকায় জমি দিয়ে শ্মশান নির্মাণ করেছি। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিতভাবে অনুদান দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ দেশ সকলের। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একসঙ্গে মিলেমিশে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো।
এদিন দুপুরে তিনি উখিয়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকার, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়