বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম
‘আমরা জনগণের সেবক, সেবা নিতে নয় দিতে এসেছি’

- Update Time : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৬৯ Time View
‘স্বাধীনতার ৫৩ বছরে যা হওয়া দরকার ছিলো তা হয়নি বলেই ৫ই আগস্ট। আমরা আর পেছনে ফিরে যাবো না, পাস্ট ইজ পাস্ট, এনাফ ইজ এনাফ। আমরা যারা মুসলিম, তারা বিশ্বাস করি একজন আল্লাহ, একটা কালেমা, একটি মহাগ্রন্থ। বাকিটা সব বিশ্বাস। আমরা যুবায়ের আর সাদ পন্থী বুঝিনা। আমরা আল্লাহ পন্থী।’
বরগুনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরগুনা পুলিশ লাইন্স এর ড্রিল সেড এ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ মঞ্জুর মোর্শেদ আলম সুধী সমাবেশে আমন্ত্রীত জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের প্রশ্ন ও সুপারিশের প্রেক্ষিতে এসব কথা বলেন।
বরিশাল রেঞ্জ ডিআইজি তাঁর বক্তব্যে ৫ই আগস্টে সকল শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা মতের বিরোধ থাকতে পারে, কিন্তু দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ। আমরা আর ৫ই আগস্ট দেখতে চাইনা। সবার আগে দেশ। দেশটা আপনার আমার সকলের। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এ দেশের গর্বিত নাগরিক। আমরা সবাই অসাম্প্রদায়িক।’
তিনি বলেন, ‘দুষ্ট পুলিশ হওয়ার আর কোনো সুযোগ নাই। আমার অভিযোগ বক্সে (হোয়াটসঅ্যাপ) ম্যাসেজ করে রাখবেন। ফিরতি ম্যাসেজে ব্যবস্থার কথা জানানো হবে। আমরা দেখেছি রান্না ঘরের খাবার অনেকেই খেতে পারেনি। আমরা চাই এ দেশের সঠিক নেতৃত্বের মাধ্যমে রান্না ঘরের খাবার আমারা এ দেশেই খাবো। আর পুলিশ হবে তাদের সভ্য সারথী ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং। এটি একটি কমন অভিযোগ। এর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ওভারলোডেড ট্রাক কিংবা টাফি আর রাস্তায় উঠতে পারবে না। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করছি। বাংলাদেশ পুলিশ আপনাদের সকল কাজের হিসেব দিয়েই যাবে। জনগণ সহায়তা করবে। প্রয়োজনে ভিন্ন রুট নিয়ে আসা ওভারলোডেড ট্রাক নদীতে পরিবহনে ফেরি বন্ধ করে দেন। সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। নিজের অবস্থান থেকে অন্যায়কে প্রতিবাদ করুন। ট্রাফিক জ্যাম এর বিষয়ে ঊর্দ্ধতনদের সাথে কথা বলব। কিভাবে ট্রাফিকিং আরো সুন্দর করা যায়। সকল ক্ষেত্রে আপনাদের সকল সহযোগিতা চাচ্ছি। তাহলেই আপনাদের সাথে নিয়ে মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে পারব।’
বরিশাল রেঞ্জ ডিআইজি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। আমরা আশাবাদী বর্তমান অন্তবর্তীকালীন সরকার কর্তৃক আদেশ আসবে। এবং সেই আদেশ ও নির্দেশনা মোতাবেক সামনে যে গণতান্ত্রিক সরকার আসবে একটা প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে, যে নেতৃত্ব আমাদেরকে (পুলিশকে) সঠিক পথে পরিচালিত করবেন।’
তিনি বলেন, দেশের স্বার্থে, সুজনগনের স্বার্থে অন্যায়কে কোনো ছাড় দেয়া হবেনা। যেহেতু পুলিশের সকল প্রকার স্থাপনা রয়েছে, তাদের বেতন-ভাতা দেয়া হয়, সুতরাং জিডি বা এফআইআর করতে থানায় কোনো টাকা চাইতে হাত পাতলে সে হাত ভেঙ্গে দেয়া হবে। এ বিষয়ে সরাসরি ডিআইজি অফিস থেকে মনিটরিং করা হয়। তবুও যদি পুলিশি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে জানাবেন। আমরা জনগণের সেবক, আমরা সেবা নিতে আসিনি বরং দিতে এসেছি। ব্যবহার যদি কোনো পুলিশ খারাপ করে তাও আমাকে জানাবেন। আমি পরিষ্কার বলছি, আমি নিজে ব্যবস্থা নিবো।’
পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইমাম কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবসর)মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোঃ আবু ছালেহ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়