আব্রামের স্বপ্ন পূরণে মেসির সঙ্গে শাহরুখের সেলফি
- Update Time : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০ Time View
ফুটবল ঈশ্বরের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার স্বপ্ন কার না থাকে! সেই স্বপ্ন পূরণ হলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের। আর ছেলের এই স্বপ্ন পূরণের মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখলেন খোদ ‘বলিউড বাদশা’ শাহরুখ খান নিজেই। শুক্রবার রাতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি কলকাতায় পা রাখেন, আর শনিবার সল্টলেক স্টেডিয়ামে ঘটে এই নক্ষত্রপতনের ঘটনা।
বাবার হাত ধরেই প্রিয় তারকাকে কাছ থেকে দেখার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছিল আব্রাম। সেখানে মেসির দেখা পেতেই উচ্ছ্বাসে মেতে ওঠে সে। শাহরুখ খান পরম মমতায় ছেলের এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে দেন।
সুয়ারেজ-ডি পলের সঙ্গেও আব্রাম শুধু মেসিই নন, আব্রামকে এদিন দেখা গেছে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গেও। ফুটবল তারকাদের সঙ্গে যখন জুনিয়র খান বাক্য বিনিময়ে ব্যস্ত, তখন বাবা শাহরুখের মুখে ছিল তৃপ্তির হাসি। ছেলেকে এত উৎফুল্ল দেখে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি।
ভিড়ের কারণে মেসির দ্রুত প্রস্থান। জানা গেছে, সল্টলেক স্টেডিয়ামে মেসি প্রায় ৩০ মিনিট সময় কাটান। তবে দর্শকদের উপচে পড়া ভিড় এবং পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ায় দ্রুত মাঠ ছাড়তে হয় তাকে। এর মধ্যেই সংবর্ধনা অনুষ্ঠানে শাহরুখ খান আব্রামকে নিয়ে উপস্থিত ছিলেন এবং এই স্মরণীয় মুহূর্তগুলো তৈরি করেন।
প্রেক্ষাপট উল্লেখ্য, ২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। এর আগের সফরে এই কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্টলেক স্টেডিয়ামেই একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনিজুয়েলাকে ১-০ গোলে পরাজিত করেছিল। দীর্ঘ বিরতির পর মেসির এই আগমনে কলকাতা যেমন মেতেছে উৎসবে, তেমনি আব্রামের জন্য এই দিনটি হয়ে থাকল আজীবনের স্মৃতি।
























































































































































































