আবারো ভিন্ন পরিচয়ে হাজির সাদপন্থীরা তবে এবার শিক্ষক নয় ছাত্ররা

- Update Time : ০৭:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৬১ Time View
প্রাইভেট ও পাবলিক ইউনিভার্সিটি যে সকল ছাত্ররা অধ্যায়নরত অবস্থায় আছেন, তাদের ভেতর অনেকেই দাওয়াত ও তাবলীগের মেহনত সাথে সম্পৃক্ত। তাবলীগের বিভাজনের পর ছাত্রদের ভিতরেও স্বাভাবিক নিয়মে বিভাজন হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাদপন্থী ছাত্ররা গত কয়েকদিন যাবত তাদের পরিচয় গোপন করে অর্থাৎ সাদপন্থী ছাত্র সমাজ না বলে, সচেতন ছাত্রসমাজ নামে নিজেদেরকে উপস্থাপন করছে। এবং তাবলীগের ভিতর বৈষম্য দূর করবে বলে সাদপন্থীদের দাবিগুলো উপস্থাপন করছে। মানুষদেরকে বোঝাতে চাচ্ছে, তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে।
গতকালও সাংবাদিকরা প্রশ্ন করলে তারা তাদের নিরপেক্ষ হিসেবে পরিচয় দেন। এর দ্বারা তারা সাধারণ মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।
তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?
প্রসঙ্গত, গতকাল ১৪ জানুয়ারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট সহ দেশের আরো কয়েকটি জায়গায় সংবাদ সম্মেলন করে সাদপন্থীদের সাথের ছাত্ররা বেশ কিছু দাবিও জানান।