আবারও শঙ্কর চরিত্রে ফিরছেন দেব

- Update Time : ০৬:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৫৩ Time View
সম্প্রতি দেবকে ঘিরে নতুন ছবির খবর শোনা যাচ্ছে। ‘চাঁদের পাহাড়’ ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকদের সামনে আবারো আসছেন তিনি। এসভিএফ প্রযোজিত নতুন ছবি ‘চাঁদের পাহাড়-৩’ শঙ্করের চরিত্রে আবারো অভিনয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে হ্যাঁ বলেছেন টালিউডের এই অভিনেতা।
জানা গেছে, আগের দুটি সিক্যুয়েলের মতো এবারো ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে ছবিটির বিষয়ে এর চেয়ে বেশি তথ্য দিতে সংশ্লিষ্ট কেউই রাজি হননি। দেবের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি হলো ‘চাঁদের পাহাড়’। এর দুটি ছবি আছে ‘চাঁদের পাহাড়’ ও ‘অ্যামাজন অভিযান’। দুটি ছবিই পরিচালনা করেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়’ ছবিটির প্লট বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘চাঁদের পাহাড়’ অবলম্বন করে নির্মিত হয়েছিল। সেখানে শঙ্করকে আফ্রিকার চাঁদের পাহাড়ের খোঁজে ভ্রমণ করতে দেখা গেছিল।
অন্যদিকে, ‘অ্যামাজন অভিযান’ ছবিতে একইভাবে শঙ্কর এল ডেরাডোর উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। এখন দেখার বিষয়, তৃতীয় সিক্যুয়েলটির প্লট কোন ঘটনাকে ঘিরে আবর্তিত হয়। – খবর হিন্দুস্তান টাইমস