আবারও অর্জুন-মালাইকার সম্পর্কে ফাটল
- Update Time : ০৬:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ২৫১ Time View
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা থেকে প্রায় ১০ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুর। তাদের বয়সের পার্থক্য নিয়ে বলিউডে গুঞ্জনের শেষ নেই। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করে গেছেন তারা।
তবে এবার তাদের সম্পর্কে ফাটলের গুঞ্জন উঠেছে। গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে রয়েছেন অর্জুন। যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে নাকি পা রাখছেন না অর্জুন। অর্জুন তো আজকাল একা একাই ঘুরছেন, রেস্তোরাঁ যাচ্ছেন, আর ছবি দিচ্ছেন একা একাই!
দুজনেই আলাদা আলাদা থাকছেন! আলাদা ঘুরছেন। গত বছর ভারতের বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার বাড়ির পাশেই ছিল।
১ বছর হতে না হতেই, অর্জুন ফ্ল্যাটটি ১৬ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। এই ফ্ল্যাটেই মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। মালাইকার সঙ্গে সম্পর্কে তিক্ততার কারণেই অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে এই নিয়ে মুখ খুলেননি তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়














































































































































