ব্রেকিং নিউজঃ
আফগানদের হোয়াইটওয়াশ করল সাকিববাহিনী

নওরোজ স্পোর্টস ডেস্ক
- Update Time : ১১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৯২ Time View

চতুর্থ উইকেটে ৩৩ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। ১৭ বলে ১৯ রান করে হৃদয় আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব।
৫ বল হাতে রেখে ম্যাচ জিতে বাংলাদেশ। সাকিব ১১ বলে ১৮ ও শামিম হোসেন ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।এর আগে, টসে জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের মাঝখানে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে আফগানরা।
তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। আফগানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। তার ২১ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২২ রান। এছাড়া করিম জানাত ২০ ও মোহাম্মদ নবী ১৬ রান করেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ৩৩ রানে তিন উইকেট শিকার করেন তিনি। এছাড়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান দুটি করে উইকেট শিকার করেন।
অলরাউন্ডার পারফরমেন্সের জন্য ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান।