ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

আন্দোলনে হাসপাতালের সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ১৬৯ Time View

ছবি : সংগৃহীত

শহীদ ইসমাইল। পেশায় একজন রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের (গেট দারোয়ান) কাছে। কিন্তু দুঃখজনক ব্যপার হলো গেট দারোয়ানরা সেদিন গেট খুলে দেয়নি।

অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল। ফটোগ্রাফার তোলেন ছবি। পুলিশ তাকিয়ে সেদিন দেখছিলো ইসমাইলের মৃত্যু, বুলেটের বিজয়।

রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহোযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপর প্রাণ হারান ইসমাইল। এ ঘটনায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।

রিকশা চালক ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন এক ফটো সাংবাদিক। প্রায় ছয় মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সহমর্মিতা জানিয়ে সে ছবি শেয়ার করেন অনেকেই। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর ডেল্টা থানায় অভিযান চালিয়ে সেই সময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।

এই পুলিশ কিন্তু এখনো বাইরে। শহীদ ইসমাইলের হাড় মিশে যাবে মাটিতে, কবরে জেগে উঠবে বাঁশের ঝাড়। কিন্তু পুলিশ ঘুরবে লোকালয়ে, স্বাধীনভাবে, খুনের দায় নিয়ে।

 

Please Share This Post in Your Social Media

আন্দোলনে হাসপাতালের সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

শহীদ ইসমাইল। পেশায় একজন রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের (গেট দারোয়ান) কাছে। কিন্তু দুঃখজনক ব্যপার হলো গেট দারোয়ানরা সেদিন গেট খুলে দেয়নি।

অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল। ফটোগ্রাফার তোলেন ছবি। পুলিশ তাকিয়ে সেদিন দেখছিলো ইসমাইলের মৃত্যু, বুলেটের বিজয়।

রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহোযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপর প্রাণ হারান ইসমাইল। এ ঘটনায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।

রিকশা চালক ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন এক ফটো সাংবাদিক। প্রায় ছয় মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সহমর্মিতা জানিয়ে সে ছবি শেয়ার করেন অনেকেই। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর ডেল্টা থানায় অভিযান চালিয়ে সেই সময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।

এই পুলিশ কিন্তু এখনো বাইরে। শহীদ ইসমাইলের হাড় মিশে যাবে মাটিতে, কবরে জেগে উঠবে বাঁশের ঝাড়। কিন্তু পুলিশ ঘুরবে লোকালয়ে, স্বাধীনভাবে, খুনের দায় নিয়ে।