আন্তর্জাতিক সীসা প্রতিরোধ দিবসে বরগুনায় মানববন্ধন
- Update Time : ০৯:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৭১ Time View
সীসা একটি নরম, ভারী এবং বিষাক্ত ধাতু, যার রাসায়নিক প্রতীক হলো pb এবং পারমানবিক সংখ্যা ৮২। এটি একটি মৌলিক পদার্থ হওয়ায় বাতাসের সংস্পর্শে এলে নীলাভ-ধূসর থেকে নিস্তেজ ধূসর রং ধারণ করে। সীসা মানবদেহের জন্য একটি বিষ। তাই নিঃসন্দেহে এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। মানবদেহের মধ্যে মস্তিস্ক, কিডনি, লিভার, পাকস্থলী, রক্ত ও প্রজননতন্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি সাধন করে। তাছাড়া অল্প মাত্রার সীসাও শিশুর মস্তিস্ককে ধ্বংস করতে পারে, কেননা এসময় তাদের মস্তিস্ক বিকশিত অবস্থায় থকে।
“কোনো মাত্রাই নিরাপদ নয়, সীসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে ধারণ করে ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর অর্থ বাংলাদেশ এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে র্যালি শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা প্রেসক্লাব এর সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।
ইয়ুথনেট গ্লোবাল এর বরগুনার সমন্বয়ক আতিকুর রহমান সাব’র সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক বনি আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বরগুনা সরকারি মহিলা কলেজ এর প্রভাষক ননী গোপাল বেপারী, বরগুনা প্রেসক্লাব’র সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, পর্যটক ও পরিবেশ গবেষক ফটো সাংবাদিক আরিফুর রহমানসহ ইয়ুথনেট গ্লোবাল বরগুনার সদস্যরা।







































































































































































































