আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

- Update Time : ০৩:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ১১ Time View
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর টিকাটুলিস্থ অভিজাত রেস্তোরাঁ গ্র্যান্ড দরবার রুফ টপ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার পূর্ববর্তী সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করান মানবাধিকার ইউনাইটেড অ্যালায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি।
সংগঠনের সভাপতি লাভলু মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুল আলম, সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি, এম. এস. শাহজালাল, সহ-সভাপতি কাজল, সহ-সভাপতি আতিকুল ইসলাম, মহাসচিব নার্গিস জুঁই।
সাংগঠনিক সম্পাদক মাসুম ফারুকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আবু নাসির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহকারী মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক সাজনা বেগম, শিক্ষা ও গবেষণা সম্পাদক তানভীর রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিলন, কল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, সহকারী ক্রীড়া সম্পাদক কাজী জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক ওয়াজেদ আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাসিব রহমান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক এম. এ. মামুন ভূঁইয়া, সাংবাদিক মাকসুদুর রহমান মামুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা, লন্ডনপ্রবাসী এবং আরাফাত নিউজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসাইন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিভাগীয় কার্যনির্বাহী স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়