ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০ Time View

কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সোসাইটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন

‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচাআরডিএস), বাকৃবি ইউনিটের উদ্যোগে এটি আয়োজিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সোসাইটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জোর দিয়ে বলেন, মানবাধিকার সুরক্ষার জন্য সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা অত্যাবশ্যক। সমাজের প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে, সেই প্রত্যয় পুনর্ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী জুলফিকার আলী সুলতান বলেন, বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। শুধু বিশেষ দিবসে নয়, প্রতিদিনের জীবনে মানবাধিকারের গুরুত্ব অনুধাবন করে সচেতনভাবে আমাদের কাজ করতে হবে। সর্বদা নিজের ও অন্যের অধিকারকে মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতনতা খুব বেশি জরুরি।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি, বাকৃবির আহ্বায়ক মো. লিখন ইসলাম বলেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে মানবাধিকার রক্ষায় আরও বেশি সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। চারিদিকে মানবাধিকার লঙ্ঘনের যে ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে উত্তরণে তরুণ সমাজের এগিয়ে আসা সব থেকে জরুরি। আমরা নিজেরা মানবাধিকার নিয়ে সচেতন হব যাতে করে আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি এবং আমাদের দ্বারা অন্যের অধিকার কখনও যেন খর্ব না হয়। আমরা সচেতন হলে পুরো জেনারেশন সচেতন হবে এবং একটি সমৃদ্ধ জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো।

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

‘মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচাআরডিএস), বাকৃবি ইউনিটের উদ্যোগে এটি আয়োজিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সোসাইটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জোর দিয়ে বলেন, মানবাধিকার সুরক্ষার জন্য সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা অত্যাবশ্যক। সমাজের প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে, সেই প্রত্যয় পুনর্ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী জুলফিকার আলী সুলতান বলেন, বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। শুধু বিশেষ দিবসে নয়, প্রতিদিনের জীবনে মানবাধিকারের গুরুত্ব অনুধাবন করে সচেতনভাবে আমাদের কাজ করতে হবে। সর্বদা নিজের ও অন্যের অধিকারকে মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতনতা খুব বেশি জরুরি।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি, বাকৃবির আহ্বায়ক মো. লিখন ইসলাম বলেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে মানবাধিকার রক্ষায় আরও বেশি সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। চারিদিকে মানবাধিকার লঙ্ঘনের যে ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে উত্তরণে তরুণ সমাজের এগিয়ে আসা সব থেকে জরুরি। আমরা নিজেরা মানবাধিকার নিয়ে সচেতন হব যাতে করে আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি এবং আমাদের দ্বারা অন্যের অধিকার কখনও যেন খর্ব না হয়। আমরা সচেতন হলে পুরো জেনারেশন সচেতন হবে এবং একটি সমৃদ্ধ জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো।