ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবির টিম রেইগনিট

কুবি প্রতিনিধি
  • Update Time : ১০:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৮০ Time View

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ‘আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) টিম ‘রেইগনিট’।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সারাদিনব্যাপী এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কুবি থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে।

কুবি থেকে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া তিন সদস্যের টিম রেইগনিটের দলনেতা ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান খাঁন। এছাড়া অন্য দুই সদস্য হলেন একই বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের নজিম সাইফুল্লাহ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মো. আব্দুল্লাহ।

উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০টিরও বেশি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

চ্যাম্পিয়ন দলের দলনেতা মেহেদি হাসান খাঁন বলেন, আল্লাহ আমাদের সহায় ছিলেন। আমরা তুলনামূলক নতুন দল, আগের কয়েকটি কনটেস্টে ফলও খুব ভালো ছিল না। এই জয়টা আমাদের জন্য প্রয়োজনীয় একটি পুশ ছিল। সামনের আইসিপিসি ঢাকা অঞ্চল ২০২৫ এর আগে এটি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। ইনশাআল্লাহ বড় মঞ্চে আরো ভালো করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবির টিম রেইগনিট

কুবি প্রতিনিধি
Update Time : ১০:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ‘আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) টিম ‘রেইগনিট’।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সারাদিনব্যাপী এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কুবি থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে।

কুবি থেকে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া তিন সদস্যের টিম রেইগনিটের দলনেতা ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান খাঁন। এছাড়া অন্য দুই সদস্য হলেন একই বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের নজিম সাইফুল্লাহ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মো. আব্দুল্লাহ।

উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০টিরও বেশি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

চ্যাম্পিয়ন দলের দলনেতা মেহেদি হাসান খাঁন বলেন, আল্লাহ আমাদের সহায় ছিলেন। আমরা তুলনামূলক নতুন দল, আগের কয়েকটি কনটেস্টে ফলও খুব ভালো ছিল না। এই জয়টা আমাদের জন্য প্রয়োজনীয় একটি পুশ ছিল। সামনের আইসিপিসি ঢাকা অঞ্চল ২০২৫ এর আগে এটি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। ইনশাআল্লাহ বড় মঞ্চে আরো ভালো করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।