আধুনিক ঢাকা বিনির্মাণের উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি

- Update Time : ১০:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১৪৯ Time View
ঢাকা শহরকে সৌন্দর্য বর্ধন, অক্সিজেন বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ, রোড ডিভাইডার ও যানজট নিরসনে আধুনিক ঢাকা বিনির্মাণের উদ্যোগ নিয়েছেন বখতিয়ার আহমেদ রনি এন্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এর চেয়ারম্যান ব্যারিস্টার বখতিয়ার আহমেদ রনি।
আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ীর মোড় পর্যন্ত রোড ডিভাডার ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব বখতিয়ার আহমেদ রনি।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, রাস্তায় যতই কর্নার/ডিভাইডার বানানো হোক না কেনো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে এর কোনো মানে নেই। যানজট নিরসনে আমাদের সকলের উচিৎ নিয়ম মাফিক গাড়ি চালানো, যত্রতত্র ভাবে বাস রেখে যাত্রী উঠা নামা থেকে বিরত থাকতে হবে।
সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে উল্লেখ করে বলেন, অক্সিজেন বৃদ্ধির জন্য সারিবদ্ধ ভাবে গাছ লাগানো হয়েছে পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এ সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের সকলেরই।
এসময় উপস্থিত ছিলেন, দেশবরেণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ, শিক্ষক, অভিভাবক ও বাংলাদেশ সাংবাদিক জোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা।