ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জন্য আইজিপিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৪ Time View

সুপ্রিম কোর্ট সচিবালয় সম্প্রতি পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠিয়েছে, যেখানে আদালত প্রাঙ্গণ এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি আদালত প্রাঙ্গণে কিছু অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা নিরাপত্তার দুর্বলতা তুলে ধরেছে। বিচারকার্য পরিচালনার সময় এবং ব্যক্তিগত জীবনে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সুপ্রিম কোর্ট এবং সারা দেশের অন্যান্য আদালত ভবনের প্রবেশদ্বার, এজলাস কক্ষ এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। এ ছাড়া আইনজীবী এবং বিচারপ্রার্থীদের নিরাপত্তার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, যেমন- সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর এবং স্ক্যানিং ডিভাইসের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে স্পর্শকাতর মামলাগুলোর শুনানির সময়।

Please Share This Post in Your Social Media

আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জন্য আইজিপিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সুপ্রিম কোর্ট সচিবালয় সম্প্রতি পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠিয়েছে, যেখানে আদালত প্রাঙ্গণ এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি আদালত প্রাঙ্গণে কিছু অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা নিরাপত্তার দুর্বলতা তুলে ধরেছে। বিচারকার্য পরিচালনার সময় এবং ব্যক্তিগত জীবনে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সুপ্রিম কোর্ট এবং সারা দেশের অন্যান্য আদালত ভবনের প্রবেশদ্বার, এজলাস কক্ষ এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। এ ছাড়া আইনজীবী এবং বিচারপ্রার্থীদের নিরাপত্তার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, যেমন- সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর এবং স্ক্যানিং ডিভাইসের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে স্পর্শকাতর মামলাগুলোর শুনানির সময়।