ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়বে সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা’

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১২৫ Time View

গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের ভাষায়, ‘আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।’

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি।

এদিকে আজ স্থানীয় সময় দুপুর ২টায় হামাস গোল্ডিনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কী ঘটবে।

Please Share This Post in Your Social Media

‘আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়বে সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা’

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

গাজা উপত্যকার রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের ভাষায়, ‘আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই।’

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর রাফার কিছু ভূগর্ভস্থ স্থানে কয়েকজন হামাস যোদ্ধা আটকা পড়েন। বর্তমানে এই এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল হামাস রাফা থেকে ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যদি হামাস গোল্ডিনের মরদেহ ফিরিয়ে দেয়, তবে রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে শর্ত হিসেবে বলা হয়, যোদ্ধাদের আগে আত্মসমর্পণ করতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এরপর ইসরায়েল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে।

এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের সামরিক শাখা ইজ আল-দ্বীন আল-কাশেম ব্রিগেড রোববার এক বিবৃতিতে জানায়, “আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ আমাদের নীতির অংশ নয়। ইসরায়েল যদি আমাদের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তার দায় তারাই বহন করবে।”

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা জরুরি।

এদিকে আজ স্থানীয় সময় দুপুর ২টায় হামাস গোল্ডিনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরপর জানা যাবে রাফার সেই যোদ্ধাদের ভাগ্যে কী ঘটবে।