ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১৭ Time View

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার পর আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

ওই বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন অংশ নেন।

এর আগে রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন বেদ প্রকাশ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বাস দিয়েছে তারা।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, আটক বিএসএফ সদস্য জিজ্ঞাসাবাদে জানিয়েছেন— গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে কুয়াশার কারণে তিনি ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়েন।

Please Share This Post in Your Social Media

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
Update Time : ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার পর আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

ওই বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন অংশ নেন।

এর আগে রোববার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন বেদ প্রকাশ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তার কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বাস দিয়েছে তারা।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, আটক বিএসএফ সদস্য জিজ্ঞাসাবাদে জানিয়েছেন— গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে কুয়াশার কারণে তিনি ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়েন।