ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

আজহারীকে বরণে প্রস্তুত ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ

ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : ০৫:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬০ Time View

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যাবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ময়মনসিংহজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এই মাহফিলে কমপক্ষে ১০/১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের।

এদিকে মাহফিল ঘিরে তৎপর ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহে পৌঁছে জোহরের নামাজের পর থেকে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর।

আয়োজকরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারী। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্ন স্থানে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় শনিবার ময়মনসিংহে মাহফিল করবেন তিনি।

আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ ঐতিহাসিক এই মাহফিলের আয়োজন করছে। জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য জেলার সবচেয়ে বড় সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্কুলের খেলার মাঠ, আঞ্জুমান ঈদগা মাঠ। সার্কিট হাউসসহ সকল মাঠে থাকবে প্রজেক্টরের ব্যবস্থা। ঐতিহাসিক এ মাহফিল সফল করতে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ করেছেন আয়োজকরা। এ ছাড়া সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও সম্পন্ন হয়েছে। সেখানে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, বিগত দিনের মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশপাশের এলাকা। মাহফিলের নিরাপত্তায় থাকবে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য। থাকবে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল। এ ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় ৫ হাজার।

মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহিদুল্লা কায়সার বলেন, মাহফিল সফল করতে সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ।

ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজারের মতো।

আরো পড়ুন

আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী

Please Share This Post in Your Social Media

আজহারীকে বরণে প্রস্তুত ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ

ময়মনসিংহ প্রতিনিধি
Update Time : ০৫:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ময়মনসিংহে যাবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ময়মনসিংহজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এই মাহফিলে কমপক্ষে ১০/১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের।

এদিকে মাহফিল ঘিরে তৎপর ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহে পৌঁছে জোহরের নামাজের পর থেকে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর।

আয়োজকরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারী। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্ন স্থানে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় শনিবার ময়মনসিংহে মাহফিল করবেন তিনি।

আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ ঐতিহাসিক এই মাহফিলের আয়োজন করছে। জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য জেলার সবচেয়ে বড় সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্কুলের খেলার মাঠ, আঞ্জুমান ঈদগা মাঠ। সার্কিট হাউসসহ সকল মাঠে থাকবে প্রজেক্টরের ব্যবস্থা। ঐতিহাসিক এ মাহফিল সফল করতে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ করেছেন আয়োজকরা। এ ছাড়া সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকও সম্পন্ন হয়েছে। সেখানে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, বিগত দিনের মাহফিলে ঘটে যাওয়া চুরি-ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশপাশের এলাকা। মাহফিলের নিরাপত্তায় থাকবে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য। থাকবে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল। এ ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় ৫ হাজার।

মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহিদুল্লা কায়সার বলেন, মাহফিল সফল করতে সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিগণের বক্তব্য শুনতে পারবে মানুষ।

ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজারের মতো।

আরো পড়ুন

আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী