আচারের বয়ামে মিলল ১২ লাখ টাকার ইয়াবা
- Update Time : ০৯:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৬১ Time View
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা বেচাকেনার সময় মামুন নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মামুনের কাছ থেকে একটি আচারের বয়ামে ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে খবর আসে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ব্রিজ ঘাট এলাকায় অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কামরুল ও এএসআই মো. হাসমত উল্লার সমন্বয়ে একটি টিম আগানগর ব্রিজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।মাদক কেনাবেচার সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, আমাদের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। আমরা সেখান থেকে মামুন (৩৫) নামের এক মাদক কারবারিকে ধরতে সক্ষম হই। এ সময় সাইদুল (৪৪) নামে অপর মাদক কারবারি পালিয়ে যায়।
মামুনকে আটকের পরে তাকে তল্লাশি করে তার সাথে থাকা একটি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় আচারের বয়ামে ৩৮০০ পিস ইয়াবা ও আরেকটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।




























































































































































































