ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২০০ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : ১০:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪৮ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক হাজার ১৯২ কেজি ইলিশ ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে রফতানি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দুটি পিকআপভ্যানে মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়।

প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২. ৫ মার্কিন ডলার। এসব ইলিশ ভারতে রফতানি করেছে যশোরের বেনাপোলের রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাহতাব এন্ড সন্স। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পরিতোষ বিশ্বাস মাছগুলো আমদানি করছেন।

রফতানিকারক প্রতিষ্ঠানের পক্ষে আখাউড়া সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রফতানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে।’

স্থলবন্দরের মাছ রফতানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দুটি পিকআপভ্যানে ৫৩টি বক্সে এক হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়েছে। আজ বিকেলে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে স্থলবন্দর দিয়ে আরও প্রায় ৯০ টন ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রফতানি করার কথা রয়েছে।’

এর আগে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বেনাপোল বন্দর দিয়ে ১২০০ টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এরইমধ্যে ইলিশ পাঠানো শুরু করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি (প্রায় সাড়ে ৩৭ টন) ইলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২০০ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Update Time : ১০:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক হাজার ১৯২ কেজি ইলিশ ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে রফতানি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দুটি পিকআপভ্যানে মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়।

প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২. ৫ মার্কিন ডলার। এসব ইলিশ ভারতে রফতানি করেছে যশোরের বেনাপোলের রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাহতাব এন্ড সন্স। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পরিতোষ বিশ্বাস মাছগুলো আমদানি করছেন।

রফতানিকারক প্রতিষ্ঠানের পক্ষে আখাউড়া সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রফতানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে।’

স্থলবন্দরের মাছ রফতানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দুটি পিকআপভ্যানে ৫৩টি বক্সে এক হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়েছে। আজ বিকেলে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে স্থলবন্দর দিয়ে আরও প্রায় ৯০ টন ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রফতানি করার কথা রয়েছে।’

এর আগে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বেনাপোল বন্দর দিয়ে ১২০০ টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এরইমধ্যে ইলিশ পাঠানো শুরু করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি (প্রায় সাড়ে ৩৭ টন) ইলিশ পাঠানো হয়েছে।