আক্ষেপ নিয়ে ফিরলেন তামিম

- Update Time : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ২৮৪ Time View
ইনিংসের প্রথম ডেলিভারিই নো ছিল। পরের ডেলিভারিতেও ওভার স্টেপ করেন রেইস ট্রপলি। কিন্তু এই বলের লেন্থ ভালোভাবেই পড়েছেন তানজিদ তামিম-বাউন্সারে পুল করে সীমানার ওপারে ফেলেছেন।
অর্থাৎ ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন এই ওপেনার। তবে সাজঘরে ফিরলেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।
দারুণ শুরুর পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তামিম। টপ অর্ডারের বাকি দুই ব্যাটার ব্যর্থ হলেও দলকে কক্ষপথেই রেখেছিলেন এই ওপেনার। তবে ১৬তম ওভারে তাকে আটকে দিলেন মার্ক উড।
এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে ডেকে এনে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৪৫ রান।
এর আগে গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে আরেকবার ব্যর্থ হন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।
তবে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন পরমুহূর্তেই। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬ বলে ৫ রান।
এরপর তিনে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। টপলির বলে থার্ডম্যানে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ১১ বলে ২ রান।