ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

আওয়ামী লীগ নেতার ঘাড় মটকানোর হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট
  • Update Time : ১২:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ২৯৬ Time View

লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ পদপ্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক-এর পক্ষে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ায় শনিবার (২৩ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় ওই বীর মুক্তিযোদ্ধাকে সতর্ক করে হুমকি দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বক্তব্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাঁকে সতর্ক করে দিচ্ছি, তাঁকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চেন না।

ওই বীর মুক্তিযোদ্ধা নাম গোলাম মর্তুজা হানিফ। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়েছিলেন গোলাম মর্তুজা হানিফ। তিনি ওই বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সমালোচনা করেছিলেন। ঘাড় মটকানোর হুমকির ঘটনায় তিনি মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ সাংবাদিকদের বলেন, নুরুজ্জামান আহমেদ নিজের মর্যাদা ভুলে গডফাদারের ভাষায় তাঁকে প্রকাশ্য সভায় ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন, থানায় জিডি করবেন। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। তাঁরা লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ সাংবাদিকদের বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি তাঁকে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ভোটমারী ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ মঙ্গলবার রাতে ভুল্যারহাটের সভায় বক্তব্য দেন। তখন তাঁকে (প্রার্থী) কেন এবার বিজয়ী করতে হবে, সেই প্রেক্ষাপট তুলে তিনি বক্তব্য দেন। তিনি কোনো বাজে কথা বলেননি। এ জন্য যদি এখন সমাজকল্যাণ মন্ত্রী নির্বাচনী সভায় প্রকাশ্যে তাঁর ঘাড় মটকে দেওয়ার হুমকি ধামকি দেন, তাহলে সেটা ভালো কথা হলো না।

তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

আওয়ামী লীগ নেতার ঘাড় মটকানোর হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট
Update Time : ১২:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ পদপ্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক-এর পক্ষে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ায় শনিবার (২৩ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় ওই বীর মুক্তিযোদ্ধাকে সতর্ক করে হুমকি দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বক্তব্যের ৩২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাঁকে সতর্ক করে দিচ্ছি, তাঁকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চেন না।

ওই বীর মুক্তিযোদ্ধা নাম গোলাম মর্তুজা হানিফ। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়েছিলেন গোলাম মর্তুজা হানিফ। তিনি ওই বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সমালোচনা করেছিলেন। ঘাড় মটকানোর হুমকির ঘটনায় তিনি মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ সাংবাদিকদের বলেন, নুরুজ্জামান আহমেদ নিজের মর্যাদা ভুলে গডফাদারের ভাষায় তাঁকে প্রকাশ্য সভায় ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন, থানায় জিডি করবেন। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। তাঁরা লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ সাংবাদিকদের বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি তাঁকে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ভোটমারী ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ মঙ্গলবার রাতে ভুল্যারহাটের সভায় বক্তব্য দেন। তখন তাঁকে (প্রার্থী) কেন এবার বিজয়ী করতে হবে, সেই প্রেক্ষাপট তুলে তিনি বক্তব্য দেন। তিনি কোনো বাজে কথা বলেননি। এ জন্য যদি এখন সমাজকল্যাণ মন্ত্রী নির্বাচনী সভায় প্রকাশ্যে তাঁর ঘাড় মটকে দেওয়ার হুমকি ধামকি দেন, তাহলে সেটা ভালো কথা হলো না।

তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।